মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


পবিত্র রমজানে বিশ্ব মুসলিমের প্রতি মাওলানা তারিক জামিলের বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের প্রখ্যাত আলেম ও দাঈ মাওলানা তারিক জামিল পবিত্র রমজান উপলক্ষে বিশ্ব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন। মুসলমানরা কীভাবে রোজা রাখবে, রোজার শিক্ষা কী- সে সম্পর্কেও বার্তা দিয়েছেন তিনি। এ মাসে হিংসা, বিদ্বেষ থেকে মুক্ত থাকার আহ্বানের পাশাপাশি রমজানের পবিত্রতা রক্ষার প্রতি বিষেশ গুরুত্ব দেওয়ার আহ্বান করেছেন তিনি ।

মাওলানা তারিক জামিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তারিক জামিল লেখেন, পুরো বিশ্বের মুসলিম উম্মাহকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। এ মাসে মন থেকে সব ধরনের ঘৃণা, হিংসা, বিদ্বেষ দূর করুন।

শুভেচ্ছা বার্তার পাশাপাশি তিনি এক ভিডিওতে রমজানের সুসংবাদ সম্পর্কে রাসুল সা.-এর হাদিসের আলোচনা করেন। যেখানে রাসুল সা. বলেছেন, তোমাদের সামনে রমজান মাস আসছে। এ মাসে আল্লাহ তায়ালা রহমত, বরকত ও মাগফেরাত নাজিল করেন। জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের দরজগুলো বন্ধ করে দেন। জাহান্নাম থেকে মুক্তি দেন। শয়তানকে বন্দি করেন।

রোজার প্রতি অবহেলা না করতে হজরত আলী রা. এর বর্ণিত হাদিসের আলোচনা করেন মাওলানা তারিক জামিল। যেখানে বলা হয়েছে, কেউ ইচ্ছা করে রমজানের কোনো রোজা ভাঙলে পরবর্তীতে পুরো বছর কাজা করলেও এ এক রমজানের সমান হবে না।

এনআরএন/


সম্পর্কিত খবর