শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

ইমরান খানকে উন্নত কারাগারে স্থানান্তর করা হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অ্যাটক কারাগার থেকে উন্নত আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)।

স্থানীয় সময় সোমবার (২৫ সেপ্টেম্বর) শুনানির সময় এ নির্দেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

কারাগারে ইমরান খানকে দেয়া সুযোগ-সুবিধা নিয়ে আদালতে এক শুনানিতে ইমরান খানকে আদালিয়া কারাগারে স্থানান্তরের নির্দেশ দেন বিচারপাতি আমের ফারুক।

শুনানিতে ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি জানতে চান, বিচারাধীন একজন কারাবন্দিকে আদিয়ালা কারাগারে না নিয়ে কেন অ্যাটক কারাগারে রাখা হয়েছে? তখন ইমরান খানকে আদালিয়া কারাগারে স্থানান্তর করার নির্দেশ দেন তিনি।

বিচারপতি আরও বলেন, ইমরান খান একজন শিক্ষিত ব্যক্তি এবং দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন।

এদিকে শুনানির সময়, ইমরানের আইনজীবী অ্যাডভোকেট শের আফজাল মারওয়াত ইমরানের শরীরচর্চার জন্য একটি ব্যায়াম মেশিনের সুবিধা দেওয়ার অনুরোধ জানান।

আইনজীবীর অনুরোধের জবাবে বিচারপতি ফারুক বলেন, `কারাগারে এখন আর এ বা সি ক্লাস নেই। এখন সাধারণ ও উন্নত-এ দুই ধরনের কারাগার রয়েছে। ইমরান খানকে উন্নত ধরনের কারাগারে রাখার ব্যবস্থা করা হচ্ছে।'

এ বছরের ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদের ট্রায়াল কোর্ট। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। তবে ৪ সেপ্টেম্বর ইসলামাবাদ হাইকোর্ট তোশাখানা মামলাটি ‘অগ্রহণযোগ্য’বলে ঘোষণা দিলেও অন্যান্য মামলার কারণে দেশটির কুখ্যাত অ্যাটক কারাগারে বন্দি আছেন তিনি।

অ্যাটক কারাগারে থাকা অবস্থায় বিভিন্ন সময় ইমরান খানের নানারকম অসুবিধার কথা উঠে আসে। এমনকি সেখানে বিষ প্রয়োগে ইমরাকে হত্যা করা হতে পারে এমন শঙ্কা জানান তার স্ত্রী বুশরা বিবি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ