শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


ইমারতে ইসলামিয়ার বিদ্যুৎ খাতে ৪ মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ বলেছেন, দেশের শক্তি খাতে আত্মনির্ভরতা অর্জন তাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। পাঞ্জশির প্রদেশে পারান্দে জলবিদ্যুৎ বাঁধের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য কেবল দেশের অভ্যন্তরীণ বিদ্যুৎ চাহিদা পূরণ নয়; বরং এমন সক্ষমতা অর্জন, যাতে ভবিষ্যতে আফগানিস্তান অন্যান্য দেশেও বিদ্যুৎ রপ্তানি করতে পারে।”

দেশটির বিপুল প্রাকৃতিক সম্পদ ও জ্বালানি সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি জানান, আফগানিস্তানের ভৌগোলিক বৈচিত্র্য শক্তি খাতকে আরও উন্নত ও বিস্তৃত করতে সহায়ক ভূমিকা রাখবে। কুনার নদীর স্রোত, হেলমান্দ ও ফারাহ প্রদেশের রৌদ্রোজ্জ্বল মরুভূমি, এবং হেরাত ও নিমরোজের প্রবল বায়ুপ্রবাহ—এসবই প্রাকৃতিকভাবে প্রাপ্ত মূল্যবান সম্পদ, যেগুলোর যথাযথ ব্যবহার দেশের জ্বালানি স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করতে পারে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান বিদ্যুৎ খাতে বেশ কিছু নতুন প্রকল্প বাস্তবায়ন করেছে। এর অংশ হিসেবে পাঞ্জশির প্রদেশে ৭.৬ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত হয়েছে পারান্দে হাইড্রোপাওয়ার ড্যাম।

পাঞ্জশির নদীর পানি দ্বারা পরিচালিত এই ড্যাম আধুনিক টারবাইনের মাধ্যমে ৪,০০০ কিলোওয়াট (৪ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদনে সক্ষম, যা প্রায় ৪,০০০ পরিবারে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। আধুনিক প্রযুক্তিনির্ভর এ বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে পাঞ্জশিরের গ্রামীণ ও শহুরে এলাকায় টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ