শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭

শিরোনাম :

ভারতকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান ইমারতে ইসলামিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে ভারতের বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ। ২১ নভেম্বর ভারতে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে ভারতভিত্তিক আফগান বেসরকারি খাতের প্রতিনিধিরা ও পিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রী আজিজি বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইমারতে ইসলামিয়া সরকারের গৃহীত বিভিন্ন সুবিধা তুলে ধরেন। তিনি বলেন, আফগানিস্তানের সিমেন্ট, ওষুধ, খাদ্যপণ্য ও টেক্সটাইলসহ বিভিন্ন খাতে ভারতীয় কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও জানান, তুলা, তাজা ফল এবং শুকনো ফল রপ্তানিতে আফগানিস্তানের বড় সম্ভাবনা রয়েছে, যা ভারতীয় বাজারের জন্যও লাভজনক হতে পারে।

এর আগে বাণিজ্য সম্পর্ক জোরদার এবং ইরানের চাবাহার বন্দরে কার্যক্রম সম্প্রসারণে ভারতের প্রতি আহ্বান জানিয়েছিলেন মন্ত্রী আজিজি হাফিযাহুল্লাহ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ