শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


অনলাইনে ইসরায়েলের পক্ষে কার্যকলাপের দায়ে ৮ বছর কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরাকের দক্ষিণাঞ্চলীয় ধিকার প্রদেশে ইসরায়েলের পক্ষে প্রচারণা ও অনলাইন কার্যকলাপের অভিযোগে এক ব্যক্তিকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৪ নভেম্বর) ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল জানায়, ধি কার ক্রিমিনাল কোর্ট ২০২২ সালের ১ নম্বর আইনের ৭ নম্বর ধারা অনুযায়ী রায়টি দিয়েছে। এ আইন অনুযায়ী ইসরায়েলের সঙ্গে যোগাযোগ, সহযোগিতা বা প্রচারণা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়।

আইন অনুযায়ী ইসরায়েল সংশ্লিষ্ট কর্মকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন পর্যন্ত শাস্তি দেওয়া যেতে পারে।

ইরাকের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং দেশটি স্বাভাবিকীকরণসহ ইসরায়েলের প্রতি যেকোনো সমর্থনের বিরোধিতা করে আসছে।

সূত্র : শাফাক নিউজ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ