বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ ।। ১৯ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জামিয়া গহরপুরে শিক্ষকতার পাঁচ দশক পূর্তিতে দুই শিক্ষকের সম্মাননা বৃহস্পতিবার পুঁজিবাদের বিপরীতে ইসলাম নারীর প্রতি পরিপূর্ণ সম্মানের কথা বলে: খামেনি বন্দরে কর্কশিট কারখানায় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি যুদ্ধবিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপের মাঝেই ৫৪ দম্পতির গণবিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা নবাগত ইউএনওর সঙ্গে হাতপাখার প্রার্থী সাকীর শুভেচ্ছা বিনিময় প্রাথমিকে শাটডাউন, শিক্ষকদের ছাড়াই পরীক্ষা দিলো শিশুরা সার্টিফিকেটের স্বীকৃতি: কওমি মুরব্বিদের প্রতি একটি নিবেদন বিশ্ব প্রতিবন্ধী দিবস: শীতকালে প্রতিবন্ধীদের চ্যালেঞ্জ ও সমাধানের দিকনির্দেশনা নবাবগঞ্জে আগুনে পুড়েছে ১১ বাড়ি, নিহত ১

উত্তপ্ত পাকিস্তান, ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কারাবন্দি দলীয় প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করার দাবিতে মঙ্গলবার ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নেয় নেতাকর্মীরা। এ পরিস্থিতিতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে কয়েক দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে বর্তমান পাকিস্তান সরকার। পাঁচ বা তার বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

রাষ্ট্রমন্ত্রী (স্বরাষ্ট্র) তালাল চৌধুরী নিশ্চিত করেছেন, ১৪৪ ধারা “কঠোরভাবে ও বৈষম্যহীনভাবে” প্রয়োগ করা হবে—বিক্ষোভকারীরা ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) সামনে জড়ো হোক বা রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের সামনে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আটক রয়েছেন।

তালাল চৌধুরী সাংবাদিকদের জানান, “গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ১৪৪ ধারা জারি করার প্রয়োজন হয়েছে।” তিনি সতর্ক করে বলেন, সন্ত্রাসীরা প্রায়ই রাজনৈতিক সমাবেশকে হামলার একটা সুযোগ হিসেবে ব্যবহার করে। “আমরা এমন কোনো পরিস্থিতি তৈরি করতে দিতে পারি না, যা সন্ত্রাসবাদকে সহায়তা করবে বা দেশে আতঙ্ক ছড়াবে।”

তিনি খাইবার পাখতুনখোয়া (কেপি) সরকারের কর্মকর্তাদেরও সতর্ক করে বলেন যে, কেপি হাইকোর্টের রায় অনুযায়ী প্রাদেশিক সম্পদ কেপি’র বাইরে রাজনৈতিক কাজে ব্যবহার নিষিদ্ধ। তিনি জানান, “যদি কেপি পুলিশ বা কোনো কর্মকর্তা আগাম জানানো ছাড়া ইসলামাবাদে আসে, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।”

কড়া নিরাপত্তা ব্যবস্থা

রাওয়ালপিন্ডিতে তিন হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। আদিয়ালা জেলমুখী গুরুত্বপূর্ণ সড়কে কনটেইনার বসানো হয়েছে এবং ইসলামাবাদের রেড জোন বন্ধ করে দেওয়া হয়েছে। সেরেনা চক ও নাদরা চকের রাস্তাও যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

রাওয়ালপিন্ডি পুলিশ পুনরায় জানিয়েছে, ১৪৪ ধারা লঙ্ঘন, যেমন র‌্যালি, মিছিল বা বেআইনি সমাবেশ—কঠোরভাবে মোকাবিলা করা হবে।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভে অটল পিটিআই

১৪৪ ধারা থাকা সত্ত্বেও পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা আসাদ কায়সার ঘোষণা করেছেন যে, সংসদের দুই কক্ষের সদস্যরা এবং দলের চেয়ারম্যান ব্যারিস্টার গওহার আলী খান প্রথমে ইসলামাবাদ হাইকোর্টের সামনে এবং পরে আদিয়ালা জেলের দিকে মিছিল করবেন।

তিনি বলেন, “আইএইচসি ইমরান খানের সঙ্গে সাক্ষাতের নির্দেশ দিয়েছে, কিন্তু আদালত বা জেল প্রশাসন কেউই সেটা বাস্তবায়ন করছে না। আমাদের নেতা আইনগত ও পারিবারিক সাক্ষাতের অধিকার না পাওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালিয়ে যাব।”

এই বিক্ষোভ পিটিআই নেতাদের ও ইমরান খানের পরিবারের সদস্যদের বারবার ব্যর্থ সাক্ষাতের চেষ্টার পর শুরু হচ্ছে। কেপি মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ধাপুরও সম্প্রতি আটবার চেষ্টা করেও ইমরান খানের সঙ্গে দেখা করতে না পেরে আদিয়ালা জেলের সামনে অবস্থান কর্মসূচি করেন।

জাতীয় নিরাপত্তার কথা তুলে সরকারের সতর্কতা, স্মরণ করানো হলো ২০২৩ সালের সহিংসতা

তালাল চৌধুরী ২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেপ্তারের পর ছড়িয়ে পড়া সহিংসতার কথা স্মরণ করিয়ে বলেন, অস্থিরতা সৃষ্টি হলে তা সারাদেশে প্রভাব ফেলতে পারে। তিনি অভিযোগ করেন, “ওরা নিজেরাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তারপর আবার অস্বীকার করবে—ঠিক ৯ মের মতো।”

এছাড়া তিনি জানান, সরকার ও পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) ভিপিএন ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আনবে, কারণ সন্ত্রাসীরা এনক্রিপটেড অ্যাপ ব্যবহার করে অবস্থান গোপন রেখে হামলার পরিকল্পনা করছে।

ইমরান খানকে ইসলামাবাদের নতুন নির্মিত কারাগারে স্থানান্তরের আলোচনা নিয়ে প্রশ্ন করা হলে তালাল চৌধুরী বলেন, কারাগারটির নির্মাণকাজ শেষের পথে, তবে “এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য বানানো হচ্ছে না।” তিনি জানান, ইমরানের দুই ছেলের ভিসা আবেদনপত্র জমা পড়লেই ২৪ ঘণ্টার মধ্যে ভিসা অনুমোদন দেওয়া হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ