সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ ।। ২১ পৌষ ১৪৩২ ।। ১৬ রজব ১৪৪৭


কোনো চাপ ও হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: খামেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশি-বিদেশি কোনো ধরনের চাপ বা হুমকির কাছে নতি স্বীকার না করার অঙ্গীকার করেছেন। জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয়বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে চলা কয়েক দিনের অস্থিরতার পর বিক্ষোভকারীদের সহায়তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে আসার হুমকির মুখে তিনি এই কঠোর অবস্থান নিলেন। এদিকে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, গত কয়েক দিনের বিক্ষোভে ধরপাকড়ের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে।- রয়টার্স

শনিবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে খামেনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র শত্রুর কাছে নতি স্বীকার করবে না এবং দাঙ্গাকারীদের যথাযথ শিক্ষা

দেওয়া হবে।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত রোববার থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এখন পর্যন্ত ১০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং বহু মানুষকে আটক করা হয়েছে। ইরানের মুদ্রার মান দ্রুত পড়ে যাওয়ায় নিষেধাজ্ঞায় জর্জরিত অর্থনীতিতে যে ধস নেমেছে, তার প্রতিবাদেই এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

কর্তৃপক্ষ এই অস্থিরতা মোকাবিলায় দ্বিমুখী নীতি গ্রহণের চেষ্টা করছে। তারা বলছে, অর্থনীতি নিয়ে বিক্ষোভ ন্যায়সঙ্গত এবং আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে। তবে রাস্তার সহিংস সংঘর্ষের সময় কিছু ক্ষেত্রে বিক্ষোভকারীদের দমনে টিয়ার গ্যাস ব্যবহার করা হচ্ছে।

ভেনিজুয়েলায় মার্কিন হামলার নিন্দায় সরব গোটা বিশ্বভেনিজুয়েলায় মার্কিন হামলার নিন্দায় সরব গোটা বিশ্ব

মাদুরোকে বন্দি করে দেশের বাইরে নেয়া হয়েছে: ট্রাম্পমাদুরোকে বন্দি করে দেশের বাইরে নেয়া হয়েছে: ট্রাম্প

মুদ্রার মান কমে যাওয়ায় বাজারের ব্যবসায়ীদের উদ্বেগের প্রতি ইঙ্গিত করে খামেনি বলেন, বাজারের ব্যবসায়ীরা সঠিক ছিলেন। তারা ঠিকই বলেছেন, এই অবস্থায় ব্যবসা করা অসম্ভব। তিনি আরও যোগ করেন, আমরা বিক্ষোভকারীদের সাথে কথা বলব, কিন্তু দাঙ্গাকারীদের সাথে কথা বলে কোনো লাভ নেই। দাঙ্গাকারীদের তাদের জায়গায় ফিরিয়ে দিতে হবে।

সহিংসতার খবরগুলো মূলত ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোর ছোট শহরগুলো থেকে আসছে, যেখানে বেশ কয়েকজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এই অস্থিরতায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছেন। কুর্দি মানবাধিকার সংস্থা 'হেনগাও' শুক্রবার রাতে জানায় যে, তারা ১৩৩ জন গ্রেপ্তার ব্যক্তিকে শনাক্ত করেছে, যা আগের দিনের তুলনায় ৭৭ জন বেশি।

শুক্রবার ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত, তবে ইরানের বিরুদ্ধে তিনি কী ধরনের পদক্ষেপ নেবেন তা স্পষ্ট করেননি। উল্লেখ্য, গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল।

এই হুমকির ফলে ইরানের নেতাদের ওপর চাপ আরও বাড়ল। দেশটির অর্থনীতি সংকুচিত হচ্ছে এবং সরকার কিছু অঞ্চলে পানি ও বিদ্যুৎ সরবরাহ করতে হিমশিম খাচ্ছে। ২০২৩ সালে গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান আঞ্চলিকভাবে বেশ কিছু কৌশলগত ধাক্কা খেয়েছে।

ইসরাইলি হামলায় তাদের শক্তিশালী সহযোগী হিজবুল্লাহ বিপর্যস্ত হয়েছে, সিরিয়ায় ঘনিষ্ঠ মিত্র বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হয়েছেন এবং মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শীর্ষ সামরিক নেতারা নিহত হয়েছেন।

কেন আমেরিকা ভেনিজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে তুলে আনলো?কেন আমেরিকা ভেনিজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে তুলে আনলো?

২০২২ সালের শেষে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু কেন্দ্র করে দেশব্যাপী যে বিশাল বিক্ষোভ হয়েছিল, এরপর এবারের বিক্ষোভই সবচেয়ে বড়। যদিও বর্তমান বিক্ষোভের ব্যাপকতা আগেরটির মতো নয়, তবুও এটি গত তিন বছরের মধ্যে কর্তৃপক্ষের জন্য সবচেয়ে কঠিন অভ্যন্তরীণ পরীক্ষা।

হেনগাও এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা নিরাপত্তা বাহিনীর সহিংসতা ও অব্যাহত বিক্ষোভের খবর দিলেও রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো একে বিক্ষোভের নামে অনুপ্রবেশকারীদের আক্রমণ হিসেবে বর্ণনা করছে। রাষ্ট্রীয় টেলিভিশন পেট্রোল বোমা ও হাতে তৈরি পিস্তল তৈরির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের খবর প্রচার করেছে।

রাতে সোশ্যাল মিডিয়ায় আসা অসংখ্য পোস্টে রাজধানী তেহরানের তিনটি এলাকাসহ বিভিন্ন শহর ও মফস্বলে অস্থিরতার কথা জানা গেছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে মানবাধিকার সংস্থা বা সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ