শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক শহীদ হাদির নাম এখন আর বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নয়: নৌ উপদেষ্টা মুফতি আমির হামজার আয় কত, জানা গেল হলফনামায়

রোজায় মুখে দুর্গন্ধ রোধে কিছু করণীয় 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাদিজা ইসলাম

রমজান একটি পবিত্রতম মাস বরকতের মাস। এ মাসে যেমন আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করতে হবে ঠিক তেমনই সর্বদাই সুস্থ ও পরিপাটি থাকার চেষ্টা করতে হবে। পবিত্র মাস হিসেবে পবিত্র থাকাও জরুরি এ মাসে।
মুমিন মাত্রই পবিত্রতার ধারক। রোজাদাররা অবশ্যই মুমিন। তাই এ বিষয়ে লক্ষ রাখা রোজাদারের অবশ্য কর্তব্য। সারাদিনের সিয়াম সাধনা শেষে মুখে দুর্গন্ধ হওয়া স্বাভাবিক। আসুন জেনে নেই মুখে দুর্গন্ধ রোধে কিছু করণীয় সম্পর্কে :
• ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত তরল জিনিস পান করতে হবে। বাজারজাত কোমল পানীয় বা কৃত্রিম ফলের জুস পরিহার করে বিশুদ্ধ পানি, লেবু-শরবত, মৌসুমি 
  ফলের জুস যেমন কাঁচা আম, মাল্টা, বেল, তরমুজ, ইসপগুলের ভুসি জাতীয় তরল পানীয় পান করতে হবে। 
• চিনিমুক্ত খাবার রাখা। 
• দৈনিক ইফাতারের পর থেকে সেহরি পর্যন্ত আট গ্লাস পানি পান করা। 
• নিয়মিত মিসওয়াক করা। 
• গন্ধ ও স্বাদ বিহীন টুথপেস্ট দিয়ে ব্রাশ করা। 
• ইফতার ও সেহরির পর অন্তত দুই মিনিট করে নিয়ম অনুযায়ী দাঁত ও মুখ পরিষ্কার করা, সঙ্গে সেহরির পর ডেন্টাল ফ্লস করা, প্রয়োজনে এলকোহলমুক্ত মাউথ ওয়াশ ব্যবহার করা, ওজুর সময় ভালোমতো কুলি করা ও মাড়ি ম্যাসেজ করা।
• মুখের দুর্গন্ধ ছড়ায় এমন খাবার এড়িয়ে চলা। 
• যেমন - রুচির জন্য চিনির শরবত, জিলাপি, মিষ্টি ইত্যাদি বেশি খাওয়া— যা দাঁতের ক্ষতি করে। দাঁত ক্ষতিগ্রস্ত হলে মুখ ও ক্ষতিগ্রস্ত হবে। তাই এগুলো এড়িয়ে চলতে হবে। 
• খাদ্য তালিকা ঠিক রাখা। 
• সেহরিতে পরিমিত ভাত সঙ্গে ছোট মাছ, সামুদ্রিক মাছ বা মাংস, ডাল, সবজি, সালাদ, এক কাপ দুধ বা টক দই, মিষ্টি ফল রাখা যেতে পারে। 
• মজাদার ভাজাপোড়া এড়িয়ে চলতে হবে। 
মুখের দুর্গন্ধ লজ্জাজনক । তাই মুখের যত্ন নেওয়া জরুরি। দুর্গন্ধ যেন না ছড়ায় সেইদিকেও সজাগ দৃষ্টি রাখা উচিত। রোজায় মুখের যত্ন নেওয়া ইমানের পরিচায়ক।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ