শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


ঢাকার জামিয়াতুল বালাগের উদ্যোগে দেয়াল পত্রিকা ‘সাহিত্যকলি’র আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর জামিয়াতুল বালাগ ঢাকার উদ্যোগে প্রকাশিত হলো দেয়াল পত্রিকা ‘সাহিত্যকলি’।

জানা যায়, মঙ্গলবার (২৮ নভেম্বর) প্রতিষ্ঠানটিতে আয়োজিত সিরাত মাহফিলে ‘সাহিত্যকলি’র আত্মপ্রকাশ হয়। দেয়াল পত্রিকাটির পাঠ উন্মোচন করেন অনলাইন পত্রিকা আওয়ার ইসলাম সম্পাদক ও গদ্য শিল্পী হুমায়ুন আইয়ুব।

এ সময় উপস্থিত ছিলেন মাসিক নকীব এর নির্বাহী সম্পাদক, ছড়া শিল্পী ও সিরাত গবেষক  জিয়াউল আশরাফ, মাদানি হুজুরখ্যাত মাওলানা আশরাফুজ্জান পাহাড়পুরী, মুফতি আব্দুল হান্নান হাবীব, আবদুল কাইয়ুম হানাফি, মুফতি শেখ আজিমুদ্দীন, মুফতি ইমদাদ আশরাফ, মুফতি মুহাম্মদ ইবরাহীম, মুফতি জামালুদ্দীন প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ