শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ভাঙ্গায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ‘আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সিরাতের বাস্তবায়ন জরুরি’ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বান খুরশিদ আলম কাসেমীর বাবার ইন্তেকাল, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের শোক ‘অভিভাবকরা স্কুল বাদ দিয়ে কওমি মাদরাসার দিকে ঝুঁকছেন’ চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার

ঢাবির টিএসসিতে চলছে প্রথমবারের মত শীতকালীন ইসলামী বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে শীতকালীন ইসলামী বইমেলা সিজন-১।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল ও ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাবের যৌথ আয়োজনে মেলাটি শুরু হয়। মেলা চলবে আগামী শনিবার (১১ জানুয়ারি) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকো রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

জানা যায়, মেলায় বিভিন্ন প্রকাশনীর সর্বমোট ২৩ টি স্টল নিয়ে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

উদ্বোধনের পর উপাচার্য বলেন, বই পড়া, জ্ঞানের উৎপাদন, জ্ঞানের বিতরণ এবং সমাজের সব স্তরে জ্ঞান ছড়িয়ে দেওয়াই বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ। একইভাবে আমাদের মহান স্রষ্টা পবিত্র কুরআনেও একই কথা বলেছেন। শুরুই হয়েছে ‘ইকরা’ বা পড় এর মাধ্যমে। সুতরাং বই পড়া এবং তার চর্চা জারি রাখা পরকালীন এবং ইহকালীন বিবেচনায়, যেকোনো প্রেক্ষাপটে একটি প্রধান কাজ।

এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামসুল আলম, মেলার আহ্বায়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক জহিরুল ইসলাম, প্রক্টর সাইফুদ্দিন আহমদ প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ