শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ভাঙ্গায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ‘আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সিরাতের বাস্তবায়ন জরুরি’ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বান খুরশিদ আলম কাসেমীর বাবার ইন্তেকাল, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের শোক ‘অভিভাবকরা স্কুল বাদ দিয়ে কওমি মাদরাসার দিকে ঝুঁকছেন’ চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার

চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে সৃজনঘরের ঈদ পুনর্মিলনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ 

পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে বৃহত্তর সিলেটের মননশীল তরুণদের সংগঠন শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘর-এর ঈদপুনর্মিলনী, নির্বাহী কমিটি ও সহযোগী সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে নাজাত ইসলামী মারকাযে সৃজনঘর সভাপতি হামমাদ রাগিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইবাদ বিন সিদ্দিক এর সঞ্চালনায় পবিত্র কুরআন শরীফ থেকে তিলাওয়াত করেন সংগঠনের প্রচার সম্পাদক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার।

এসময় আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মাওলানা আবিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাম্মাদ তাহমীম, সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, অর্থ সম্পাদক মুহিবুর রহমান রাফে, সাহিত্য সম্পাদক মামুন আবদুল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক সাকলাইন শাফি, অফিস সম্পাদক লাবীব শাহেল, নির্বাহী সদস্য হিফজুর রহমান হাম্মাদ, আবদুস সামাদ, সাজিদুর রহমান, সহযোগী প্যানেলের সদস্য লাবীব হুমায়দী, আশরাফ উদ্দিন শফি প্রমুখ।

পুনর্মিলনী অনুষ্ঠানে পারস্পরিক মতবিনিময়ের পর নির্বাহী কমিটি ও সহযোগী সদস্যদের বৈঠকে ২০২৫-২৬ সেশনের জন্য সংগঠনের বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভা শেষে বিকালে সুউচ্চ পাহাড়ের মাঝখানে অবস্থিত সুনীল আকাশ, গাঢ় সবুজ পাহাড়, শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো মনোরম চা বাগানের দৃশ্য শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের মাজদিহি চা বাগান ঘেরা সবুজ প্রকৃতি ভ্রমণ করে সৃজনঘর পরিবার।

উল্লেখ্য, শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘর বিগত ২০১৪ সাল থেকে সিলেটের মননশীল তরুণদের মধ্যে ইসলামের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে সচেতনতা তৈরি এবং এর চর্চাকে ব্যাপক করার লক্ষ্যে বিশেষায়িত কাজ ও উদ্যোগ গ্রহণে তৎপর থাকার চেষ্টা করে আসছে।

মৌলভীবাজার জেলা প্রতিনিধি

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ