শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ভাঙ্গায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ‘আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সিরাতের বাস্তবায়ন জরুরি’ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বান খুরশিদ আলম কাসেমীর বাবার ইন্তেকাল, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের শোক ‘অভিভাবকরা স্কুল বাদ দিয়ে কওমি মাদরাসার দিকে ঝুঁকছেন’ চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার

উমেদ প্রকাশে হাদীসের গল্প—বিশেষ ছাড়ে ইয়াহইয়া ইউসুফ নদভীর শিশু সাহিত্য


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ার ইসলাম

মুহাম্মদ মিজানুর রহমান

শিশুদের মন কোমল, সরল এবং অনুসরণপ্রবণ। তাদের মনে যা রোপিত হয়, তা গভীরভাবে প্রভাব ফেলে তাদের ভবিষ্যৎ জীবন ও চারিত্রিক গঠনে। তাই শৈশব থেকেই শিশুদের মনে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধের বীজ বপন করা অত্যন্ত জরুরি। এ কাজে হাদিসভিত্তিক শিশু সাহিত্যের বিকল্প নেই।                                                                                                             
ইতিমধ্যে বাংলাদেশে এমন কিছু লেখক ও প্রকাশনী উঠে এসেছে, যারা শিশুদের উপযোগী ভাষা ও কাহিনিতে হাদীসের শিক্ষাকে তুলে ধরছেন আকর্ষণীয়ভাবে। তেমনই একজন প্রখ্যাত শিশুসাহিত্যিক,  সুলেখক ইয়াহইয়া ইউসুফ নদভী। উমেদ প্রকাশ থেকে প্রকাশিত তার লেখা এক ঝাঁক হাদীসের গল্প শিশুদের জন্য যেমন হবে শিক্ষণীয়, তেমনি হবে পাঠযোগ্য ও উপভোগ্য।
       
শুধু তাই নয়, যেগুলো পাঠে শিশুরা শিখবে রাসূল (সা.)-এর আদর্শ, মানবিকতা ও নৈতিকতার শিক্ষাগুলো । পাশাপাশি অভিভাবকদের জন্যও থাকবে দিকনির্দেশনা—কীভাবে এই বইগুলো হতে পারে একটি সুন্দর ইসলামী ভবিষ্যতের ভিত্তি। 
শিশুরা গল্প ভালোবাসে। আর সেই ভালোবাসার মাঝেই যদি জাগে ঈমানের আলো, নৈতিকতার বীজ, আর আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা-তবে সে গল্প হয়ে ওঠে জীবনঘনিষ্ঠ এক শিক্ষার বাতিঘর।

মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভীর লেখা এই অসাধারণ সিরিজটি ঠিক তেমনই এক দ্যুতিময় প্রয়াস। প্রাণবন্ত ভাষা, মর্মস্পর্শী উপমা, হাদীসের বাণী ও ঘটনার সাথে যুক্ত বাস্তব জীবনের শিক্ষা-সব মিলিয়ে এই সিরিজের প্রতিটি বই হয়ে উঠেছে ছোটদের মন ও মানস গঠনের জন্য এক নির্ভরযোগ্য সঙ্গী।

তিনি দীর্ঘদিন থেকে শিশু-কিশোরদের জন্য লেখালেখি করে আসছেন। লেখকের লেখা যেমন সুন্দর, বিষয়টাও থাকে চমৎকার, শিক্ষণীয়। ইতিমধ্যে ১৫০ গ্রাম আর্ট পেপারে বইগুলো ছেপে প্রকাশনীতে চলে এসেছে। ছাপা এত সুন্দর হয়েছে যে, হাতে পেলে আপনি যেমন খুশি হবেন, ছোটরা আরও বেশি খুশি হবে। চমৎকার, বর্ণিল অলংকরণ, ঝকঝকে ছাপা-সব মিলিয়ে বইগুলো হয়ে উঠেছে আলোকোজ্জ্বল! এমনকি প্রতিটি বইয়ের নামও বেশ লোভনীয়-- শিশুর মুখে ফুটল ঈমান, নেয়ামতের শোকর, মেঘের কোলে বৃষ্টি হাসে, সওদাগরের বিশেষ জাহাজ, কার ওই গুপ্তধন, নাজাতের কিশতি, বন্দি কাহিনী, প্রাণীর মুখে ফুটল কথা, মরুর জাহাজ ছুটছে কোথায়, কোথায় তোমার নুগায়ের! 

আসুন, আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিই এমন কিছু বই, যা শুধু আনন্দই নয়, তাদের ভবিষ্যতের জন্য এক মূল্যবান পাথেয় হয়ে থাকবে।
বিভিন্ন কারণে যারা উমেদ প্রকাশনীর বর্ষসেরা অফারে বই সংগ্রহ করতে পারেননি, সম্মানিত পাঠকবৃন্দ যেন ঈদের সময়ও অফার মূল্যে বইগুলো সংগ্রহ করতে পারেন সেজন্য উমেদ প্রকাশ ও দারুল ফিকরের বর্ষসেরা অফারের মেয়াদ ১৪ জুন ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে আলহামদুলিল্লাহ। 

রকমারি ও য়াফিলাইফ সহ সকল অনলাইন শপে বর্ধিত সময়েও উমেদ দারুল ফিকরের বই অফার মূল্যে কেনা যাবে ইনশাআল্লাহ। 
হাদীসের গল্পের মুদ্রিত মূল্য : ১৬৯৫ টাকা
অফার মূল্য : ১০১৭ টাকা
অফার চলবে ১৪ তারিখ পর্যন্ত, যোগাযোগ : ০১৭৫৭৫৯৭৭২৪। 

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ