শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ভাঙ্গায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ‘আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সিরাতের বাস্তবায়ন জরুরি’ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বান খুরশিদ আলম কাসেমীর বাবার ইন্তেকাল, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের শোক ‘অভিভাবকরা স্কুল বাদ দিয়ে কওমি মাদরাসার দিকে ঝুঁকছেন’ চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার

বাজারে এলো লেখকপত্রের ২৫তম সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত সাড়া জাগানো সাময়িকী লেখকপত্রের জুলাই-সেপ্টেম্বর ২০২৫ সংখ্যাটি এখন বাজারে। এ নিয়ে পত্রিকাটির ২৫টি সংখ্যা প্রকাশিত হলো। বিশেষায়িত পত্রিকাটি সাত বছরে পা রেখেছে।

চলতি সংখ্যায় আত্মজৈবনিক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে তুমুল জনপ্রিয় ঔপন্যাসিক কাসেম বিন আবুবাকারের। বিশেষ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে প্রবীণ আলেম লেখক, গবেষক ও সাংবাদিক ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদীর। কবি আল মাহমুদের ইসলামি ভাবধারার কবি হয়ে ওঠার গল্প বলেছেন মুজতবা মাহবুব। ইদারাতুল মাআরিফ ও আলেম সাংবাদিকতা চর্চার ছয় দশক নিয়ে লিখেছেন তরুণ লেখক ও সাংবাদিক আতাউর রহমান খসরু। চলে যাওয়া লেখক আল্লামা সুলতান যওক নদভী রহ.কে নিয়ে তাঁর সান্নিধ্যের স্মৃতি তুলে ধরেছেন কথাশিল্পী ইয়াহইয়া ইউসুফ নদভী। লেখক চেনার যত উপায় নিয়ে লিখেছেন মোস্তফা তানিম। লেখালেখি বিষয়ে ছোটগল্প লিখেন মুনীরুল ইসলাম। প্রথম বই প্রকাশের গল্প বলেছেন শেখ বিপ্লব হোসেন। তারুণ্য ভাবনায় সূচিবদ্ধ হয়েছেন আলেম লেখক, কলামিস্ট ও চিন্তক মনযূরুল হক। কবির কাছে খলিফা আল মানসুরের নাস্তানাবুদ হওয়ার গল্প লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা। একটি সমৃদ্ধ লাইব্রেরি ও দুর্লভ সংগ্রহশালার কাহিনি লিখেছেন হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। নারীর লেখালেখি নিয়ে লিখেছেন জাহিরা খান তানিয়া। তারুণ্য বিভাগে ‘ভালোলাগা-ভালোবাসার প্রিয় পত্রিকা’ নিয়ে লিখেছেন ১৪ জন তরুণ। আলেম লেখকদের প্রকাশনা প্রতিষ্ঠানের হালচাল তুলে ধরেছেন আমিন আশরাফ। এছাড়া ছড়া-কবিতাসহ নিয়মিত বিভাগ তো রয়েছেই।

২০১৯ সাল থেকে শুরু হওয়া লেখকপত্রের সম্পাদক হিসেবে আছেন লেখক-সাংবাদিক জহির উদ্দিন বাবর। নির্বাহী সম্পাদক হিসেবে আছেন আলেম লেখক ও ছড়াকার মুনীরুল ইসলাম। এছাড়া একঝাঁক তরুণ সাময়িকীটির সঙ্গে জড়িত।

লেখকপত্র সংগ্রহ করা যাবে- বায়তুল মোকাররমের বই মাকের্টের হাবিবিয়া বুক ডিপো থেকে। এছাড়া বাংলাবাজারের দারুল উলুম লাইব্রেরী, চৌধুরীপাড়ায় আওয়ার ইসলামের কার্যালয় এবং যাত্রাবাড়ীর মোল্লার বই ডটকমেও পাওয়া যাবে। কমপক্ষে ১০ কপির এজেন্ট হওয়ার সুযোগ রয়েছে। সার্কুলেশন বিষয়ে যোগাযোগ করতে পারেন ০১৯১৮৭০৬০৩৫ নাম্বারে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ