কুমিল্লায় দুই মাসব্যাপী ভাষা সাহিত্য সাংবাদিকতা সার্টিফিকেট কোর্সের উদ্বোধন হয়েছে। শিল্প-সাহিত্য নিয়ে কাজ করা সংগঠন তরণী সাহিত্য কাফেলা আয়োজিত কোর্সটি আজ শুক্রবার (১৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া নোয়াগাঁও চৌমুহনীতে মারকাযুস সুন্নাহ ওয়াল ইরশাদে শুরু হওয়া এই কোর্সের ক্লাস প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। মোট ক্লাস সংখ্যা ১৮টি।
তরণী সাহিত্য কাফেলার সমন্বয়ক মুফতি মুহিউদ্দীন আহমাদ মাসূম জানান, কোর্সে শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার বিশিষ্ট আলেম মুফতি শামসুল ইসলাম জিলানী, মুফতি নাইমুল ইসলাম। তারা শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নাসিহা পেশ করেন এবং দোয়া করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লার লেখক মাওলানা এনামুল হক মাসউদ, লেখকপত্রের সহকারী সম্পাদক শামসুদ্দীন সাদী, কোর্স সমন্বয়ক মুফতি মুহিউদ্দীন আহমাদ মাসূম, মাওলানা মাহমুদুল হাসান ফুআদ, মাওলানা সাখাওয়াত রাহাত, মুফতি আশরাফ আল মাহমুদ, মুফতি আশরাফ আলী তানভীর, মাওলানা আবদুল কাদের শাহনেওয়াজ, মুফতি শাহেদ রাহমানী, হাফেজ গোলাম কিবরিয়া প্রমুখ।
উদ্বোধনী ক্লাস দেন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি কবি মাওলানা মুনীরুল ইসলাম। উপস্থাপনা করেন মাওলানা মুহাম্মদ ইসহাক।
পর্যায়ক্রমে এই কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকবেন বিশিষ্ট লেখক ও অনুবাদক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, বার্তা২৪ ডটকমের এসিস্ট্যান্ড এডিটর মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, শীলন বাংলাদেশের প্রেসিডেন্ট কবি মাসউদুল কাদির, লেখক ও গবেষক মিরাজ রহমান, আবৃত্তি শিল্পী আহমাদ নাসিরুদ্দীন মামুন, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, সময় টিভি ইসলাম বিভাগের প্রধান মুফতি আবদুল্লাহ তামিম প্রমুখ।
প্রশিক্ষণের বিষয় হিসেবে থাকবে- কী লিখবো কেন লিখবো, কী পড়বো কীভাবে পড়বো, লেখালেখির প্রস্তুতি, ব্যবহারিক বানান, প্রবন্ধ-নিবন্ধ, ছড়া, গল্প-উপন্যাস, রোজনামচা-ফিচার, অনুবাদ সাহিত্য, প্রুফ সম্পাদনা, যুক্ত বর্ণের ব্যবহার, প্রমিত উচ্চারণ ও বাচনিক উৎকর্ষ, আবৃত্তি, সাক্ষাৎকার, সংবাদপত্র ও সাংবাদিকতা, অনলাইন সাংবাদিকতা, মোবাইল জার্নালিজম, লেখালেখি ও সংবাদপত্রে তথ্যপ্রযুক্তি ইত্যাদি।
এসএকে/