শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার ইসকন নিষিদ্ধের দাবিতে সাভারে ইত্তিহাদুল উলামার বিক্ষোভ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছেলের সাথে প্রাণ গেলো বাবার ইসকন নিষিদ্ধসহ সাত দফা দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১০ বিভাগীয় শহরে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ শনিবার ইসকন বাংলাদেশের জন্য অশনিসংকেত: ছাত্র জমিয়ত বাংলাদেশ

শীলনের শানে রেসালাত কবিতা উৎসব উদযাপিত হাস্সান বিন সাবেতের প্রেরণায় কবিতা চর্চার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শীলন বাংলাদেশের আয়োজনে শানে রেসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা উৎসবে নবী সহচর হাস্সান বিন সাবেতের প্রেরণায় কবিতা চর্চার আহ্বান জানিয়েছেন কবিগণ। তারা বলেন, কবিতা চর্চার মাধ্যমে সাহাবায়ে কেরামও সত্যকে তুলে ধরেছেন, দুশমনের জবাব দিয়েছেন। আমাদেরকেও সত্যের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, মজলুমের পক্ষে এই কবিতা দিয়ে লড়াই করতে হবে।

আজ ৩ অক্টোবর ১০টায় শীলন বাংলাদেশ আয়োজিত শানে রেসালাত  সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা উৎসবে দেশের শীর্ষ কবিরা এসব কথা বলেন।

মুফতি আবুল ফাতাহ কাসেমী ও মুবাশ্বির হাসান সাকফির উপস্থাপনায় প্রধান অতিথির আলোচনায় জামিয়াতুল উলুমুল ইসলামিয়া ঢাকার সিনিয়র মহাদ্দিস মাওলানা মুহিব্বুর রহমান বলেন, নীতি নৈতিকতার কবিতাকে ইসলাম পছন্দ করে। সত্যের পক্ষে ইসলামের পক্ষে কবিতা লিখতেন হযরত হাস্সান বিন সাবেত রা.সহ অনেক সাহাবায়ে কেরাম। এ সময়ের কবিদের ইসলামের প্রিয় সাহাবাদের অনুসরণ করতে হবে। কবিদেরকে আল্লাহ তাআলা ইলহামি এক শক্তি দান করেছেন। সবাই কবিতা লিখতে পারে না। সুতরাং সত্যের পক্ষে থেকে সম্মুখ সমরে তাদের লড়াই করে যেতে হবে।

বিশেষ অতিথির আলোচনায় কবি হাসান আলীম বলেন, রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিদের জন্য নিজের গায়ের চাদর  দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম একজন কবির জন্য একটি মিম্বারের ব্যবস্থা করেছিলেন।  মাদ্রাসা ছাত্ররা কুরআনের এই চর্চার মধ্যে রয়েছে। কোরআন হাদিস্ ও আরবি ভাষায় তাদের পাণ্ডিত্য আছে।  তারা চাইলে এ ধারায় আরো বেশি কাজ করতে পারে।

কবি মুনীরুল ইসলামের সভাপতিত্বে শানে  রেসালাত কবিতা উৎসবে উদ্বোধনী বক্তব্য দেন শীলন বাংলাদেশ এর চেয়ারম্যান কবি মাসউদুল কাদির। শুভেচ্ছা বক্তব্য দেন মাওলানা যাকারিয়া ইদরিস। মাওলানা আহমদ সিরাজী। কবিতা পাঠে অংশ নেন, কবি নাজমুল হুদা মজনু, কবি সুমন রায়হান, কবি মালেক মাহমুদ, কবি শাহেদ বিপ্লব, কবি আখতারুজ্জামান, কবি জালাল খান ইউসুফী, কবি কাজী সিকান্দার, কবি মিজানুর রহমান জামিল, কবি ওবায়দুল হক খান, কবি জনি সিদ্দিক, কবি কাজী বেলাল রাজি, কবি বেলাল হোসাইন, কবি তাহসিন আমিন, কবি হামিম আতিকুল্লাহ, কবি আব্দুল্লাহ আশরাফ, কবি আসাদ মাহমুদ, কবি কে এম ওবায়দুল্লাহ প্রমুখ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ