বুধবার, ২৩ জুলাই ২০২৫ ।। ৮ শ্রাবণ ১৪৩২ ।। ২৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
হাঁচি দেওয়ার পর রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন কওমি মাদরাসায় অর্থনীতি শিক্ষা বিষয়ে কিছু কথা পতিত ফ্যাসিবাদ সুযোগ নিতে চাইলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: ইসলামী আন্দোলন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চারটি রাজনৈতিক দলের নেতারা বিমান দুর্ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে: নাহিদ ইসলাম আরও এক ইসরায়েলি সেনা নিহত রাজশাহীতে “জুলাই গণঅভ্যুত্থানে কওমী মাদ্রাসার ভূমিকা ও অবদান” শীর্ষক আলোচনা সভা  মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা: কিশোরগঞ্জ তরুণ আলেম প্রজন্মের দোয়া মাহফিল মাদরাসা রেজিস্ট্যান্স ডে: সিলেটে সমাবেশ ও অভ্যুত্থানে আহতদের সংবর্ধনা অনুষ্ঠিত ইমাম-মুয়াজ্জিনদের উপর অবিচার বন্ধে ধর্ম উপদেষ্টাকে স্মারকলিপি দিল শানে সাহাবা

কাতারে বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের মাতৃভাষা দিবস উদযাপন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কে.এম. সুহেল আহমদ,কাতার থেকে :

কাতারে প্রবাসী সাংবাদিকদের ঐতিহ্যবাহী মূলধারার সংগঠন 'বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার'র' আয়োজনে অনুষ্টিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার)  রাজধানী দোহার নিউ জামান রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক এ.কে.এম আমিনুল হক।  অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি  ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আনোয়ারুল হাসান। 

উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল রাজি ও দূতালয় প্রধান নাসির উদ্দিন।

ইসলামে মাতৃভাষার মর্যাদা শীর্ষক’ আলোচনা করেন সংগঠনের সহ-সভাপতি মাহমুদুল হাসান চৌধুরী ও ‘‘ মাতৃভাষার চর্চা ও বিকাশে প্রবাসীদের ভূমিকা’’ শীর্ষক আলোচনা করেন অধ্যাপক আবু শামা।

সংগঠনের সহ-সভাপতি মাহমুদ হাসান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মোল্লা,প্রকৌশলী আরিফ-উদ-দৌল্লা পাহলোয়ান, হাফেজ মাওলানা ইউসুফ নুর, হাজী বাসার সরকার,মাওলানা ইউসুফ ইসমাইল, হাবিবুর রহমান হাবিব, লোকমান আহমদ,কাতার ট্রাফিক বিভাগের  কর্মকর্তা আবদুল আলিম আজহারী, প্রকৌশলী জাহাঙ্গীর আলম,  আহমদ নবী নোমান,মুস্তাফিজুর রহমান রিপন,মোহাম্মদ আশরাফুল ইসলাম,মোহাম্মদ নজরুল ইসলাম ও হাসান আহমদ প্রমূখ। 
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ নুরে আলম জাহাঙ্গীর ও অতিথি  হাফেজ মাওলানা আবদুল্লাহ মুসআব। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক শাহ আলম খান। কবিতা পাঠ করেন সংগঠনের সাহিত্য সম্পাদক  কবি সামস রবি ও অতিথি রবি নূর। 

সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন জনি, ক্রীড়া সম্পাদক কে.এম.সুহেল আহমেদ, নির্বাহী সদস্য  হাফিজুর রহমান আলিম ও আবুল কালাম ফয়সাল প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে মান্যবর রাষ্ট্রদূতকে ক্রেস্ট ও প্রকাশিত ম্যাগাজিন উপহার দেন সংগঠনের নেতৃবৃন্দ।

পরিশেষে ১৯৫২ ভাষা আন্দোলন থেকে ২০২৪ সালের জুলাই বিপ্লব পর্যন্ত দেশমাতৃকার মুক্তি ও কল্যাণে আত্মদানকারী  সকল  শহীদের আত্মার মাগফিরাত এবং দেশ-জাতির মঙ্গল কামনায়  দোয়া পরিচালনা করেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের  ইমাম ও শিক্ষক হাফেজ মাওলানা জসীম উদ্দিন মাশরুফে।নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ