শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

মালদ্বীপে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মালদ্বীপের রাজধানী মালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মে) দিবসটি উপলক্ষে রাজধানী মালের স্টার হোটেলে এ আয়োজন করে মালদ্বীপের বিএনপি শাখা। 

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ। 

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। দলটির বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মালদ্বীপ বিএনপি’র সভাপতি তার বক্তব্যে বলেন, গত বছরের ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সরকারের প্রেতাত্মারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের তৎপরতা পরিচালনা করছে। দেশের মানুষের গণতন্ত্রের স্বার্থ রক্ষায় নির্বাচিত সরকারের বিকল্প নেই। বিএনপি’র  ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের জনগণের কল্যাণ সাধিত হবে মনে করেন তিনি। বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় মালদ্বীপ বিএনপি ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপি’র প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন,  সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নেহার মিয়া রানা,  সহ-সভাপতি মো. শাহ আলম,  এমরান হোসেন তালুকদার, মুক্তার হোসেন,  যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলম, মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক,  মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম,  সহ প্রচার সম্পাদক মো. মনির হোসেন,  সহ ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, যুবদল মালদ্বীপ শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলামসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ