মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

আন্তর্জাতিক স্কলার্স সেমিনারে বাংলাদেশ ও ব্রিটেনের প্রতিনিধি ড. মাওলানা শুয়াইব আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলার্সের উদ্যোগে গত ২২ আগস্ট থেকে তুরস্কের ঐতিহাসিক শহর বুরসায় শুরু হয়েছে ‘আন্তর্জাতিক স্কলার্স সম্মেলন-২০২৫’। সারা বিশ্বের খ্যাতনামা ইমাম, খতিব ও ইসলামি স্কলাররা এই মহাসম্মেলনে অংশ নিয়েছেন। এক সপ্তাহব্যাপী এই সেমিনার সমাপ্ত হচ্ছে আগামীকাল ২৮ আগস্ট বৃহস্পতিবার। 

আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমাম ও খতিবদের জন্য জ্ঞানচর্চা, দাওয়াতি দক্ষতা বৃদ্ধি এবং সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলার ওপর বিশেষ কর্মশালা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ব বরেণ্য ডক্টর ও ইসলামি স্কলাররা বিভিন্ন বিষয়ের ওপর সাজানো গোছানো বক্তব্য দিয়েছেন এবং ইসলামের দাওয়াতি কাজের সহজ ও সঠিক পথের পথনির্দেশ প্রদান করেছেন। 

তুরস্ক, ব্রিটেন, আফ্রিকা, ইউরোপ, বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় শ-খানেক মুসলিম স্কলার তাতে অংশ নিয়েছেন।

মুসলিম স্কলার্স অনুষ্ঠানে বাংলাদেশ এবং ব্রিটেনের পক্ষ থেকে যৌথভাবে উভয় দেশের প্রতিনিধিত্ব করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ড. মাওলানা শুয়াইব আহমদ। 

উক্ত অনুষ্ঠানে ড. মাওলানা শুয়াইব আহমদ বাংলাদেশে ও ব্রিটেনে ইসলাম প্রচার, বাংলাদেশ ও ব্রিটেনের মুসলমানদের ধর্মকর্ম পালনে আগ্রহ ও আন্তরিকতা এবং বাংলাদেশে ইসলামি রাজনৈতিক দল হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

আয়োজক কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই সম্মেলন মুসলিম বিশ্বের আলেমদের মাঝে জ্ঞান বিনিময়, ঐক্য জোরদার এবং ভবিষ্যৎ দাওয়াতি কার্যক্রমের নতুন দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ