শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক মদিনায় তিন বছর ধরে আইসিইউতে থাকা এক বাংলাদেশি আলেমের করুণ কাহিনি আল্লামা আহমদ শফী রহ.: খণ্ড খণ্ড গল্প চামড়ায় দেওয়া লবণে রং মিশিয়ে তৈরি হতো বিট লবণ

মসজিদুল হারামের মাতাফ ও কাবার আশপাশে চিলড্রেন স্ট্রলার নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

২০২৪ সালের হজযাত্রাকে সামনে রেখে বেশকিছু নীতিমালা চালু করেছে সৌদি সরকার। হজযাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে মাতাফ এলাকায় চিলড্রেন স্ট্রলার নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে।

ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব সম্প্রতি মাতাফের নিচতলায় শিশুদের স্ট্রলারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, বিশেষ করে পবিত্র কাবার আশপাশের এলাকা, যেখানে হজযাত্রীদের চলাচল বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পবিত্র স্থানটিতে নিরাপত্তা বাড়ানো ও ভিড় কিছুটা কম করতে হারামাইন শরিফাইনের জেনারেল অথরিটি থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, মাতাফের নিচতলায় স্ট্রলার নিষিদ্ধ থাকলেও মক্কার গ্র্যান্ড মসজিদের মধ্যে নির্দিষ্ট এলাকায়, যেমন মাতাফের উপরের তলাগুলোতে তাদের অনুমতি দেওয়া হয়েছে।

তবে স্ট্রলারগুলো মাস’আতেও ব্যবহার করা যেতে পারে। সাফা এবং মারওয়ার মধ্যে চলমান এলাকা, কিং ফাহদ সম্প্রসারণ এলাকার মাধ্যমে, যদি না মেঝেতে খুব বেশি ভিড় না হয় সেখানেও ব্যবহার করা যেতে পারে।

সৌদি সরকারের মতে, হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশেষ করে হজ ও ওমরাহ মৌসুমে তাদের সর্বোত্তম স্তরের আরাম দেওয়ার জন্য এই নিয়মগুলো করা হয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এ বছর (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে সরকারিভাবে এ বছর হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছে। বিশেষ হজ প্যাকেজে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।
 
সূত্র: ইসলামিক ইনফরমেশন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ