শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক মদিনায় তিন বছর ধরে আইসিইউতে থাকা এক বাংলাদেশি আলেমের করুণ কাহিনি আল্লামা আহমদ শফী রহ.: খণ্ড খণ্ড গল্প চামড়ায় দেওয়া লবণে রং মিশিয়ে তৈরি হতো বিট লবণ

ঢাকায় পৌঁছেছেন মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| নুর আলম সিদ্দিকী ||

ঢাকায় এসে পৌছেছেন ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররেসিন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আমিরুল হিন্দ মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি। 

আজ সোমবার( ৫ ফেব্রুয়ারী  ) সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে বিমানযোগে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এসময় তাকে আরজাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার নেতৃত্বে মাওলানা শামসুল আরেফিন খাঁন সাদী, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম, বারিধারার মাদরাসার মুহাদ্দিস মাওলানা জাবের কাসেমিসহ উলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল তাকে অভ্যর্থনা জানান।

এসফরে তিনি জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ, জামিয়া মাদানিয়া বারিধারা,  বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার,  জামিয়া শারইয়্যাহ মালিবাগ, তেজগাঁও রেলওয়ে মাদরাসা, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর, জামিয়া মাদানিয়া কোলাপাড়া মাদরাসায় সহিহ বোখারীর শেষ সবক, দস্তারে ফজিলত ও নসিহত প্রদান করবেন বলে জানা গেছে। 

উল্লেখ্য, মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি উপমহাদেশের আযাদি আন্দোলনের বীর মুজাহিদ, প্রখ্যাত হাদিস বিশারদ, শাইখুল আরব ওয়াল আজম, শায়খুল ইসলাম, আওলাদে রাসূল আল্লামা সাইয়িদ হোসাইন আহমদ মাদানী রহ- এর সুযোগ্য সাহেবজাদা। তিনি বর্তমানে ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও মুসলিম পার্সোনাল ল বোর্ডের ভাইস চেয়ারম্যান,  মক্কাভীত্তিক রাবেতায়ে আলমে ইসলামীর সদস্য।  মাজমায়ু খাদিমিল হারামাইনিশ শরীফাইনের কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ