শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক মদিনায় তিন বছর ধরে আইসিইউতে থাকা এক বাংলাদেশি আলেমের করুণ কাহিনি আল্লামা আহমদ শফী রহ.: খণ্ড খণ্ড গল্প চামড়ায় দেওয়া লবণে রং মিশিয়ে তৈরি হতো বিট লবণ

ইরানের দুই যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র সংযোজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নতুন দু’টি যুদ্ধজাহাজে দেশে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্যাম ও ক্রুজ ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়েছে। 

আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি এ তথ্য জানিয়েছেন।

তিনি বুধবার ইরানের এক নম্বর টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তার বাহিনীতে সম্প্রতি শহীদ সাইয়্যাদ শিরাজি ও শহীদ হাসান বাকেরি নামক দু’টি যুদ্ধজাহাজ সংযোজন করা হয়েছে।

১৯৮০’র দশকে ইরাকের চাপিয়ে দেওয়া যুদ্ধে অসামান্য অবদান রাখার কারণে যুদ্ধজাহাজগুলোর জন্য শিরাজি ও বাকেরির নাম বেছে নেওয়া হয়।

অ্যাডমিরাল তাংসির জানান, দু’টি যুদ্ধজাহাজেই ছয়টি করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সাইয়্যাদ-৩ ক্ষেপণাস্ত্র, ১৬টি করে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং ৭৪০ কিলোমিটার পর্যন্ত পাল্লার ছয়টি করে ক্রুজ ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়েছে। এসব যুদ্ধজাহাজের রাডার ব্যবস্থা ১৫০ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তু সনাক্ত করতে সক্ষম।

আইআরজিসি’র নৌপ্রধান আরও জানান, দু’টি যুদ্ধজাহাজের দৈর্ঘ্য ৬৮ মিটার, প্রস্থ ১৮.৫ মিটার ও উচ্চতা ১৪ মিটার।

তিনি বলেন, রণতরীগুলোর কাঠামো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে; ফলে এগুলো যুদ্ধের সময় কখনও ডুবে যাবে না বা এগুলোর গতি ব্যাহত হবে না। এ ধরনের রণতরী তৈরি করার ক্ষেত্রে ইরান বিশ্বে তৃতীয় স্থান অধিকার করেছে বলে তিনি জানান। সূত্র: প্রেসটিভি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ