শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক মদিনায় তিন বছর ধরে আইসিইউতে থাকা এক বাংলাদেশি আলেমের করুণ কাহিনি আল্লামা আহমদ শফী রহ.: খণ্ড খণ্ড গল্প চামড়ায় দেওয়া লবণে রং মিশিয়ে তৈরি হতো বিট লবণ

শেহবাজ ও জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাশ্মীরে হামলা নিয়ে তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (৩০ এপ্রিল) দুজনকে ফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে রুবিও ২২ এপ্রিল পহেলগামে হামলার নিন্দা জানানোর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে হামলার তদন্তে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে ফোনালাপে মার্কো রুবিও নয়াদিল্লির প্রতি সংহতি প্রকাশ করেন। পাশাপাশি, ভারত যে অভিযোগ করেছেপেহেলগাম হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে এবং সে প্রেক্ষিতে প্রতিশোধের হুমকি দিচ্ছে—এ বিষয়ে সংযত আচরণের পরামর্শ দেন তিনি।

ট্যামি ব্রুস আরও জানান, মার্কো রুবিও হামলায় প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। এ ছাড়া, উত্তেজনা প্রশমনে ও দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারতের প্রতি আহ্বান জানান, যেন পাকিস্তানের সঙ্গেও গঠনমূলক সহযোগিতায় যুক্ত থাকা যায়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ