শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭


কাতারে ইসরাইলি হামলায় হামাস নেতার ছেলেসহ নিহত দুইজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাতারের রাজধানী দোহায় ইসরাইলি হামলায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন হামাসের শীর্ষ নেতা খালিল আল-হায়ার ছেলে হিমাম আল-হায়া এবং তার দপ্তরের পরিচালক জিহাদ লাবাদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হামাস নেতাদের লক্ষ্য করে এ বিমান হামলা চালায় ইসরাইল।

হামাসের দুটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানায়, ওই সময় সংগঠনের শীর্ষ নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করছিলেন। হামলার সময় তারা অক্ষত থাকলেও খালিল আল-হায়ার ছেলে ও দপ্তর পরিচালক নিহত হন।

রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে ইসরাইলি একটি সূত্র নিশ্চিত করেছে যে, হামাস নেতৃত্বকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। হামলার অন্যতম লক্ষ্য ছিলেন খালিল আল-হায়া, যিনি হামাসের গাজা অঞ্চলের প্রধান এবং সংগঠনের আলোচনায় মুখ্য ভূমিকা পালন করছেন।

সূত্র: রয়টার্স

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ