শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭


মুসলিম বিশ্বের নিরাপত্তায় ন্যাটো-স্টাইলের জোট প্রয়োজন: ইরাকের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি কাতারে অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামী শীর্ষ সম্মেলনে ন্যাটো-স্টাইলের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গঠনের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “যে কোনো আরব বা ইসলামী দেশের ওপর আক্রমণ হলে তা সবার বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে।”

সোমবার (১৫ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শীর্ষ সম্মেলনে আল-সুদানি আরও বলেন, “যেকোনো আরব বা ইসলামী দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা আমাদের যৌথ নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।” এ সময় তিনি একটি যৌথ আরব-ইসলামী কমিটি গঠনের প্রস্তাব দেন, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে তাদের অবস্থান তুলে ধরবে।

তিনি যোগ করেন, “আমাদের এখন একটি বাস্তব সুযোগ রয়েছে স্পষ্ট বার্তা পাঠানোর—যাতে বোঝানো যায় যে আমাদের নিরাপত্তা কোনো আলোচনার বিষয় নয়।”

কাতারের ওপর সাম্প্রতিক হামলাকে আল-সুদানি “সীমা অতিক্রম ও মানবিক নীতিমালা লঙ্ঘন” বলে অভিহিত করেন। তিনি সম্মেলনে অংশ নেওয়া নেতাদের প্রতি আহ্বান জানান, “একক ও সংহত আরব-ইসলামী অবস্থান গ্রহণ করে হামলার নিন্দা জানাতে এবং যুদ্ধবিরতির জন্য একটি কার্যকর রোডম্যাপ তৈরি করতে।”

তিনি সতর্ক করে বলেন, ইসরাইলকে প্রতিহত না করলে “অবস্থা আরও অস্থিতিশীল হবে এবং কোনো পক্ষের নিরাপত্তা নিশ্চিত হবে না।”

আলোচনার পর প্রস্তাবটি আন্তর্জাতিক ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর জরুরি কর্মসূচির অংশ হিসেবে গৃহীত হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ