জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আগামী২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে সর্বোচ্চ সতর্ক থেকে মহাসমাবেশটি সফল করতে নেতাকর্মীদের নানা নির্দেশনা দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে।
এনএ/
                              
                          
                              
                          
                        
                              
                          