মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ গাজায় সেনা মোতায়েন নিয়ে তুরস্কের বিবৃতি সততা, জনসেবা ও সাংগঠনিক শক্তিতে ভোটে লড়তে হবে: পীর সাহেব চরমোনাই উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু শেখ হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে হবে: উপদেষ্টা মাহফুজ শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদের আশেপাশে তামাক বিক্রি বন্ধ করল সৌদি আরব ইসলামী ঐক্যজোটের প্রভাবশালী নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে শাহজালালের পোড়া কার্গো কমপ্লেক্সের ভল্ট ভেঙে আগ্নেয়াস্ত্র চুরি সারাদেশে ‍পুলিশের অভিযান, ১ দিনে গ্রেফতার ১৬৪১ নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

অভিশপ্ত ট্যাটু রিমোভ কার্যক্রম চালু করল হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
অভিশপ্ত ট্যাটু ও হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির লোগো

|| মোঃ মোশাররফ হোসাইন রাজু ||

কলঙ্ক ও অভিশাপের চিহ্ন ট্যাটু মানব দেহ থেকে মুছে ফেলার (রিমোভ) কার্যক্রম চালু করল হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি (HCSB)।

বুধবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন সোসাইটির পরিচালক মুহাম্মাদ রাজ ও সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম মিয়া।

তারা বলেন, এবার আমরা নতুন করে ট্যাটু রিমুভ কর্মসূচি আমাদের সেবা কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত করেছি। আপাতত ঢাকা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে সোসাইটি ট্যাটু রিমোভ কার্যক্রম পরিচালনা করবে।

তারা আরও বলেন- যারা ট্যাটু তুলবেন, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি তাদের সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। যাদের সহযোগিতা প্রয়োজন আমাদের টিমের সাথে যোগাযোগের  অনুরোধ করা হলো।

উল্লেখ্য, ট্যাটু ইংরেজি শব্দ যার বাংলা অর্থ উলকি। আরবিতে বলা হয় ‘আল ওয়াশ্ ম’। মানবদেহের ত্বকে সুঁই বা এ জাতীয় কোনো কিছু দিয়ে ক্ষত করে বাহারি রঙের নকশা করার নামই ট্যাটু। ট্যাটু সাধারণত স্থায়ী হয়। সহজে তা মুছে ফেলা যায় না।

ইসলামে ট্যাটু করা হারাম। এটি আল্লাহর সৃষ্টির বিকৃতি। কুরআন-হাদিসে ট্যাটু করতে নিষেধ করা হয়েছে। ট্যাটুর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিশপ্ত বলা হয়েছে।

আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, ‘যে নারী নকল চুল ব্যবহার করে এবং যে তা সরবরাহ করে, আর যে নারী ট্যাটু আঁকে এবং যে আঁকায়, রাসুল সা. তাদের অভিশাপ দিয়েছেন।’ (বুখারি: ৫৫৯৮; মুসলিম: ৫৬৯৩)

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ