মুস্তাকিম আল মুনতাজ, 
মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
ভবিষ্যৎ প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধকরণ ও খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখার স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে ভূনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে এবং শিক্ষক সুপর্ণা লাহিরী ও দেবতোষ দাশের যৌথ সঞ্চালনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওলানা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভূনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সুধাংশু পাল, হারুনুর রশিদ, জহিরুল ইসলাম মিঠু, তারিক হাসান অপু, গৌরি রানী দাশ, খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক পরিচালক মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, পরিচালক হাফিজ মাসুম আহমেদ, সহকারী পরিচালক মোঃ তুহিন আহমদ, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, সহকারী দপ্তর সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের মুখ্য আলোচক মাওলানা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার বলেন, “রক্তদান শুধুমাত্র একজন রোগীকে রক্ষা করার মাধ্যম নয়, এটি একটি সামষ্টিক মানবতার অংশ। একজন মানুষ যখন বিপদে পড়ে, রক্তের জন্য যখন অপেক্ষা করে, তখন তার কাছে রক্তদাতা একজন ফেরেশতার মতো হয়ে আসে। খিদমাহ ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা এ কাজটিই করছেন—নীরবে, নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন।”
তিনি আরও বলেন, “আমরা যখন কাউকে রক্ত দিয়ে বাঁচাতে পারি, তখন আমাদের অন্তরের প্রশান্তিই হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার। আজকের এই আয়োজন, এই সম্মাননা আমাদের জন্য উৎসাহের প্রতীক—যা আমাদেরকে আরও আন্তরিকভাবে কাজ করার অনুপ্রেরণা জোগায়। আমি আশা করি, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রক্তদানের মতো মানবিক কাজকে পাঠ্যবইয়ের বাইরেও শিক্ষার্থীদের মনে গেঁথে দিতে ভূমিকা রাখবে। আর খিদমাহ ব্লাড ব্যাংক সবসময় সমাজের পাশে থাকার এই অঙ্গীকার নিয়েই এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।”
আলোচনায় অন্যান্য বক্তারা স্বেচ্ছাসেবীদের নিঃস্বার্থ রক্তদানের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, “রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন মানুষের জীবন বাঁচানোর চেয়ে বড় আর কোনো সেবাকর্ম নেই। খিদমাহ ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবকরা যেভাবে মানুষের বিপদে-আপদে ছুটে যান, তা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয়। এদেশের তরুণ সমাজ যদি এই মানবিক কর্মে উদ্বুদ্ধ হয়, তাহলে সমাজে রক্তের অভাবে আর কোনো প্রাণ ঝরবে না।”
তারা আরও বলেন, “এ ধরনের উদ্যোগ শুধু সম্মাননা নয়, একটি প্রেরণা। ভবিষ্যৎ প্রজন্মকে রক্তদানের মতো মহান কাজের প্রতি উৎসাহী করতে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
সভাপতির বক্তব্যে ভূনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী বলেন, "খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখার নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদানের আজকের এই আয়োজন আমাদের জন্য গর্বের ও আনন্দের। সমাজের এই তরুণরাই নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়ে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা নিঃসন্দেহে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।"
তিনি আরও বলেন, "রক্তদান শুধু একজন রোগীর জীবন রক্ষা নয়, এটি একটি সৎ, সাহসী ও সহানুভূতিপূর্ণ মানসিকতার প্রকাশ। আমরা গর্ববোধ করি যে, আমাদের শিক্ষার্থী, যুবসমাজ এবং শিক্ষকরা এমন একটি মহৎ উদ্যোগের সাথে সম্পৃক্ত। আমি বিশ্বাস করি, আজকের এই স্বীকৃতি তাদের দায়িত্ববোধকে আরও শক্তিশালী করবে এবং আরও বেশি তরুণ-তরুণী রক্তদানের মতো মহান কর্মে এগিয়ে আসবে।"
আলোচনা সভা শেষে রক্তদানে বিশেষ ভূমিকা রাখায় খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখার দায়িত্বশীল হাফিজ মাসুম আহমেদ, তুহিন আহমদ, জুনাইদ আহমদ জুনেদ, ইব্রাহিম খলিল, আলাল আহমদ, মামুনুর রশীদ মাসুম, ওলিউর রহমান, আজমল হোসাইন, আশিকুর রহমান চৌধুরী, আজিজুর রহমান ও সৌরভ পাল প্রমূখকে "সম্মাননা স্মারক" প্রদান করা হয়।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, ভূনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং কমিটির নির্বাহী সদস্য খলিলুর রহমান সহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএম/
                              
                          
                              
                          
                        
                              
                          