শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ।। ২৯ চৈত্র ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সমর্থন অটল বাংলাদেশের  গাজায় গণহত্যার প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ মিছিল  ইসলামের আদর্শ প্রতিষ্ঠা ছাড়া কল্যাণ রাষ্ট্র সম্ভব নয়: পীর সাহেব চরমোনাই এবার নির্বাচনের রোডম্যাপ চাইল জামায়াতে ইসলামীও ৩ কর্মসূচি ঘোষণা করলেন কবি আল্লামা মুহিব খান মার্চ ফর গাজা" সফল করুন: খেলাফত আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ৫০ আসন টার্গেট করে এগোচ্ছে জমিয়ত বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন `মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করুন: বাংলাদেশ খেলাফত মজলিস

‘সন্ত্রাসবাদ ঠেকাতে জাতীয় ঐক্য প্রয়োজন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasanat aminiনিজস্ব প্রতিবেদক : ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান ও খেলাফতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, গুলশানের ক্যাফেতে হামলা চালিয়ে দেশী-বিদেশী নিরীহ মানুষদের হত্যা করে সন্ত্রাসীরা তাদের শক্তির জানান দিয়েছে। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন উদ্যোগ গ্রহণ করা না হলে আগামীতে ওরা দেশে আরো বড় বিপর্যয় ডেকে আনতে পারে।

সোমবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ইসলামী ঐক্যজোটের উদ্যোগে আল্লামা মুফতী ফজলুল হক আমিনী রহ.-এর স্মরণে দুআ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাসানাত আমিনী এসব কথা বলেন।

তিনি সরকারী দলসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়ে বলেন, এখন দলাদলি, কাদাছুড়াছুড়ির সময় নয়। দলমত নির্বিশেষে সন্ত্রাসবাদ ঠেকাতে আমাদেরকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আর এর উদ্যোগ নিতে হবে রাষ্ট্রকেই।

ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান বলেন, গুলশানের ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে যে, হামলাকারী জঙ্গীরা কওমী মাদরাসা শিক্ষিত নয়। তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড ছিল বস্তুবাদী আধুনিক শিক্ষাব্যবস্থা। কাজেই কোন জায়গায় হামলার ঘটনা ঘটলেই চোখ বন্ধ করে কওমী মাদরাসাকে দোষারোপের মানসিকতা পরিত্যাগ করতে হবে। হামলার কারণ ও প্রকৃত হামলাকারীদের শনাক্ত করে বিচারের ব্যবস্থা করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ইসলামী ঐক্যজোট সভাপতি মাওলানা আল আমিন মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কাউসার মোল্লার পরিচালনায় আরো বক্তব্য রাখেন জোটের জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ ইদ্রিস, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আলী আজম, মুফতী এনামুল হাসান, ক্বারী বুরহানুদ্দীন, মাওলানা মুহাম্মদ ইউসুফ ভূঁইয়া, মুফতী শামসুল আলম, হাফেজ এমদাদুল হক কবির, মাওলানা মোশাহেদ এবং ছাত্র খেলাফতের নিয়ামুল ইসলাম, খালেদ মোশারফ, নাঈমুল ইসলাম সাদেকী প্রমুখ।

আওয়ার ইসলাম টোয়েন্টেফোর/ওএস


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ