রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন

গ্রেপ্তারকৃতদের মুক্তি না দিলে কঠোর আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

charmonai_peerনিজস্ব প্রতিনিধি : বাগেরহাটে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি গভীর নিন্দা জানান।

গত ‍শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাটের শরণখোলা উপজেলা সভাপতি আলহাজ সেকান্দার আলী তালুকদার ও সাধারণ সম্পাদক হাফেজ মো. আবু সালেহ, মুজাহিদ কমিটির ছদর মাওলানা মো. বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন হাওলাদার ও মো. নূরুজ্জামানকে আটক করে পুলিশ।

মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলামী আন্দোলন একটি নিবন্ধিত বৃহৎ ইসলামী সংগঠন। ইসলামী আন্দোলনের কার্যক্রম প্রকাশ্য, গোপনীয় নয়। এ সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেফতার করে সরকার অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরো পড়ুন : শরণখোলায় ইসলামী আন্দোলনের সভাপতিসহ আটক ৫

কেন্দ্র ঘোষিত ৩ মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বর্তমান সরকারের শিক্ষা আইন পরিবর্তন, শিক্ষানীতি থেকে হিন্দুত্ববাদী ও নাস্তিক্যবাদী পাঠ্যক্রম (সিলেবাস) বাতিলের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ও লিফলেট বিতরণকালে তাদের আটক করে সরকার দেশে প্রতিহিংসার রাজনীতি চালু করেছে। ঘোষিত কর্মসুচীর বিবরণ কপি প্রশাসনের উর্ধ্বতন মহলে জমা দিয়ে সারাদেশে কর্মসূচী পালনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে। তারপরও নেতাকর্মীদের গ্রেফতার করে সরকার খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে।

অবিলম্বে শরণখোলার ৫ নেতাকর্মী ও ইমাম-খতীবসহ সকলকে নিঃশর্ত মুক্তি না দিলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে উঠবে। এটা কারো জন্য কল্যাণ কর হবে না।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ