বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ

এ শিক্ষানীতি মুসলিম জাতিসত্তা ধ্বংস করবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

andolonআওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নব্বই শতাংশ মুসলমানের দেশে মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি খেয়াল না রেখে হিন্দুত্ববাদী ও নাস্তিক্যবাদী শিক্ষানীতি চাপিয়ে দেয়ার পাঁয়তারা করছে। এ শিক্ষানীতি বাস্তবায়ন হলে মুসলিম জাতিসত্তা ধ্বংস হয়ে যাবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের যৌথ উদ্যোগে বর্তমান শিক্ষানীতি বাতিলের দাবিতে আজ (৫ আগস্ট) শুক্রবার বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইসলামী সভ্যতা সংস্কৃতি বাদ দিয়ে পাঠাবলি, পূজাপার্বণ ও হিন্দু ধর্মে বিশ্বাস অনুযায়ী গরুর মহত্ত মুসলমান সন্তানদের শিক্ষা দেয়া হচ্ছে। যা আদৌ এ দেশের তৌহিদী জনতা মেনে নিতে পারে না। তাই সরকারকে জনগণের মনের ভাষা উপলব্ধি করে এ শিক্ষানীতি ও শিক্ষা আইন অবিলম্বে বাতিল করতে হবে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, মুহাঃ মোশারফ হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, মুফতি ফরিদুল ইসলাম, এইচ এম সাইফুল ইসলাম, মাছউদুর রহমান, শেখ নুরুন্নবী প্রমুখ।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ