বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি

ফুলপুরে ইফা উপজেলা ফিল্ড সুপারভাইজারের পদে পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ifaএম এ মান্নান, ফুলপুর থেকে : ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহের ফুলপুর উপজেলা ফিল্ড সুপারভাইজারের বিদায় ও বরণ মঙ্গলবার সকালে উপজেলা ইফা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার সাদেকুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছাসহ বিদায় ও সিনিয়র ফিল্ড সুপারভাইজার খন্দকার আবু রওশন মোস্তফা জামানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইফার জেলা সহকারী পরিচালক এবিএম গোলাম সরওয়ার। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ঊক্তব্য রাখেন, মাস্টার ট্রেইনার দেলোয়ার হোসেন, মডেল কেয়ার টেকার মাওলানা আসাদুজ্জামান জলিল, শিক্ষক সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, সহকারী কেয়ার টেকার মাওলানা ফজলুল হক আকন্দ প্রমুখ।

বিদায়ী ফিল্ড সুপারভাইজার উপস্থিত শিক্ষক কর্মকর্তা ইমামগণ ও উপজেলা প্রশাসনের ভূয়ুষী প্রশংসা করে বলেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন। সদ্য যোগদানকারী ফিল্ড সুপারভাইজার খন্দকার আবু রওশন মোস্তফা জামান বলেন, উপজেলা প্রশাসন ও আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। আপনাদের সহযোগিতা পেলে ফাউন্ডেশনের কার্যক্রমকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারব হব, ইনশা আল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ইফার জেলা সহকারী পরিচালক এবিএম গোলাম সরওয়ার সবাইকে নিজ নিজ দায়িত্ব সুন্দর ও সঠিকভাবে পালন করার প্রতি গুরুত্বারোপ করে বক্তব্য দেন।

উল্লেখ্য, সাদেকুল ইসলাম ২০১০ সনের ১ সেপ্টেম্বরে যোগদান করেছিলেন। খন্দকার আবু রওশন মোস্তফা জামান আজ ২৮ সেপ্টেম্বর ফুলপুর ফিল্ড সুপারভাইজার পদে যোগদান করবেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ