বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

লোডশেডিং যন্ত্রনায় অতিষ্ঠ ফটিকছড়ির মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fatikchariএম ওমর ফারুক আজাদ, ফটিকছড়ি থেকে: হাটহাজারী বিদ্যুৎ সঞ্চালন লাইনে আবারো যান্ত্রিক বিপর্যয় ঘটেছে। যার প্রভাব পড়েছে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন ফটিকছড়ি উপকেন্দ্রের নিয়ন্ত্রনাধীন পাঁচটি ফিডারের এলাকা সমূহতে। বিগত ৪/৫ দিন যাবৎ এ উপকেন্দ্রের আওতাধীন এলাকা নাজিরহাট, বিবিরহাট সদর, রোসাংগিরী , সুয়াবিল, সুন্দরপুর, পাইন্দং, কাঞ্চননগর, হারুয়ালছড়ি, ভূজপুর, নারায়নহাট, মির্জারহাট, দাঁতমারা, বাগান বাজার এলাকায় দৈনিক চার ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকরা। তবে, আজাদী বাজার উপকেন্দ্রের নিয়ন্ত্রনাধীন দক্ষিণ ফটিকছড়ি এলাকার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভবিক রয়েছে।
এদিকে এমাসে স্কুল ও মাদরাসায় চলছে এসএসসি ও দাখিল এর নির্বাচিনী পরিক্ষা। তীবে লোডশেডিং এর কারনে ছাত্রদের লেখাপড়ার ব্যাঘাত ঘটছে।ফলে পরিক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তায় পড়েছে শিক্ষার্থীরা।
এ ব্যাপারে ফটিকছড়ি উপকেন্দ্রের ডিজিএম নিয়াজ উদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হাটহাজারী সঞ্চালন লাইনে যান্ত্রিক বিপর্যয় হওয়াতে আমরা ১৪ মেঘাওয়াট চাহিদার প্রেক্ষিতে বর্তমানে পাচ্ছি ৫ থেকে ৬ মেগাওয়াট বিদ্যুৎ। যার কারণে অতিমাত্রায় লোডশেডিং করতে হচ্ছে। গতকাল রাতে গাজীপুর থেকে নষ্ট হওয়া যন্ত্রটি নিয়ে আসা হয়েছে। আজ/কালের মধ্যে এটি প্রতিস্থাপন করা হবে। এটি সম্পূর্ণভাবে সচল হতে আরো এক সপ্তাহ সময় লাগতে পারে। আশা করি এক সপ্তাহের মধ্যে গ্রাহকদের দুর্ভোগ দূর হবে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে।’
ফটিকছড়ি উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর দু‘টি উপকেন্দ্র রয়েছে ৭০ হাজার গ্রাহক। উপকেন্দ্রগুলো একটি বিবিরহাট সদর ও অপরটি আজাদী বাজারে অবস্থিত। আজাদী বাজার উপকেন্দ্রে সরাসরি রাউজান সঞ্চালন লাইন হতে বিদ্যুৎ নিয়ে আসা হয়।
এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ