শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খেলাফত মজলিস রিয়াদ মহানগরী শাখার তরবিয়তি মজলিস দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল

মাদরাসা ছাত্র হত্যায় অভিযুক্তের মা-বোন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

handcuffsআওয়ার ইসলাম: বাগেরহাটের মোরেলগঞ্জে এক মাদরাসাছাত্রকে কুপিয়ে হত্যা করায় শনিবার রাতে খুনির মা-বোনকে আটক করেছে পুলিশ।

নিহত মাদরাসাছাত্রের নাম আলামীন শেখ (১৮)। ঘটনার পর থেকে আলামীনের ঘাতক জুয়েল পলাতক।

এর আগে শনিবার রাতে খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের আলীম পরীক্ষার্থী আলামীনকে কুপিয়ে হত্যা করে তার প্রতিবেশী শত্রুপক্ষ লোক। আলামীন ওলামাগঞ্জ এনইউ আলিম মাদরাসার আলিম শ্রেণির আবাসিক ছাত্র এবং ওই গ্রামের হোসেন আলী শেখের ছেলে।

জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী আবুল কাজীর ছেলে জুয়েল কাজী (২২) আলামীনকে কুপিয়ে হত্যা করে বলে জানা যায়।

মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে আলমীনের ঘাতক জুয়েল কাজীর মা কহিনুর বেগম (৫৫) ও তার বোন পলি আক্তারকে আটক করে।

এ ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে আজ রবিবার সকাল ৮টায় মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

নিহত আলামীনের বড় ভাই তাজুল শেখ (২২) বলেন, রাত ৯টার দিকে আলামীন খাবার নিয়ে মাদরাসায় যাচ্ছিল। ওই সময় পিছন থেকে ধারালো দা দিয়ে তার ঘাড়ে কোপ দেয় প্রতিবেশী জুয়েল কাজী (২২)। গুরুতর জখম অবস্থায় আলামীনকে তার দুই ভাই তাজুল, সোয়াইব ও মা আকলিমা বেগম উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় আলামীন মারা যায়। রবিবার সকালে পুলিশ আলামীনের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ বি আর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ