বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

দলীয় কোন্দল থেকে নাসিরনগরে এ ধরনের ঘটনা ঘটলে আমি প্রধানমন্ত্রীকে জানাতাম: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Kamal2আওয়ার ইসলাম: কোনো গোষ্ঠী উদ্দেশ্য-প্রণোদিতভাবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা চালিয়েছে- এমন আভাস পেয়েছে সরকার। তদন্ত শেষ হলে সব জানা যাবে।

এক প্রশ্নের জবাবে আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা জানান। এর আগে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেন মন্ত্রী।

তিনি বলেন, আমরা যেটা দেখেছি-হয়তো কেউ ষড়যন্ত্র বা উদ্দেশ্যমূলকভাবে করেছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। যেটাই হোক রিপোর্টটা আসলে আমরা পরিষ্কার হবো।

দলীয় কোন্দল থেকে এ ঘটনা ঘটেছে কি-না জানতে চাওয়া হলে তিনি বলেন, কোনো গোষ্ঠী উদ্দেশ্য-প্রণোদিতভাবে এ হামলা চালিয়েছে- এমন আভাস পাওয়া গেছে। দলীয় কোন্দল থেকে এ ধরনের ঘটনা ঘটলে আমি প্রধানমন্ত্রীকে জানাতাম।

নাসিরনগরে যে ক্ষতি হয়েছে তা পূরণ করা যাবে না। তবে ঘটনার সঙ্গে সঙ্গে যা যা করণীয়- আমরা সব পদক্ষেপ নিয়েছি। তদন্ত প্রতিবেদন হাতে পেলে সব জানা যাবে, যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই ঘটনা নিয়ে এখনো তদন্ত চলছে। বেশ কয়েকটি তদন্তদল কাজ করছে। তদন্ত শেষ হওয়ার আগে আমাদের ফাইন্ডিংস-এর কথা বলতে পারব না। আমাদের পুলিশ ফোর্স ৮৪ জনকে গ্রেফতার করেছে। যে সাইবার দোকান থেকে ফেসবুকে ছবি ডাউনলোড করা হয়েছিল, তার মালিককে (জাহাঙ্গীর) আমরা খুঁজছি। তাকে ধরলে হয়তো জানতে পারব, কে এটা (বিতর্কিত ছবি ডাউনলোড) করেছে জানতে পারব। খুব শিগগিরই তাকে আমরা ধরে ফেলব।

এইচএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ