বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

এবার হিন্দুরাই হামলা করলো মন্দিরে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jhalkathiঝালকাঠি: নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার প্রেক্ষিতে যখন সারা দেশ উত্তাল ঠিক সে সময়ে ঝালকাঠিতে হিন্দুরাই ভাঙচুর করলো মন্দির।

ঝালকাঠি শহরের বারচালায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে বুধবার রাতে মন্দিরে এ হামলা ও ভাঙচুর করে ব্যবসায়ীরা। হিন্দু চাল ব্যবসায়ীরা এ হামলায় অংশ নেন। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলে সংঘর্ষ বাধে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন।

পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে একদল লোক ঝালকাঠি শহরের কালীমন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলাকারীরা তাদের ওপরও ইট ছুঁড়তে থাকে। এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়।

কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক প্রণব কুমার নাথ ভানু বলেন, “মন্দিরের পাশের বারচালার জমিতে থাকা চাল ব্যবসায়ীদের সঙ্গে জমি নিয়ে একটি মামলা চলছে। ওই চাল ব্যবসায়ীরাই মন্দির ও প্রতিমা ভাঙচুর করে। মন্দিরে হামলায় হিন্দু চাল ব্যবসায়ীরা অংশ নেয়। এটা সাম্প্রদায়িক হামলা নয়।”

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, “রাতে মন্দিরে কার্তিক পূজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ২০ জন লোক ইট নিক্ষেপ শুরু করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলাকারীরা পুলিশকে লক্ষ করেও ইট নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়।”

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ