শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

শেরপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিনহাজ উদ্দীন
শেরপুর

sherpur5‘রক্ত দিন-জীবন বাচাঁন’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২০ নভেম্বর রবিবার স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘সুরক্ষা’র শেরপুর সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শাখার আয়োজনে ক্যাম্পাস প্রাঙ্গণে দিনব্যাপী ওই কর্মসূচি চলে।

ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে ওই কার্যক্রমের উদ্বোধন করেন।

এতে বক্তব্য রাখেন ৪ বিভাগীয় প্রধান ননটেক (আরএস)- তাসলিমা বেগম, এনভাইরনমেন্ট মাহবুবুল ইসলাম, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স নাহিরুল ইসলাম এবং সিভিল মাহমুদুল হাসান।

আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ মজিবুর রহমান স্বপন, মোঃ রাজিবুর রহমান, মোঃ নাসিম, মোঃ আনোয়ার প্রমুখ।

এছাড়া ব্লাড ব্যাংক অব নকলার পক্ষে মোঃ মোশারফ হোসেন ও শফিউল আলম লাভলু, প্রেস মিডিয়ার সংবাদ কর্মীসহ ৬ শতাধিক শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী ওই কর্মসূচিতে ৪শ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

বক্তারা উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, সর্বস্থরের জনগণকে সাথে নিয়ে প্রথমে নিজ প্রতিষ্ঠান অতঃপর পর্যায়ক্রমে সারা দেশকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার চেষ্টা অব্যহত রাখাসহ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা, রক্ত দাতাদের ডেটাবেজ সংরক্ষণ করা এবং যে কোন মুমূর্ষ রোগীর প্রয়োজনে বিনামূল্যে রক্ত দিয়ে মানুষের জীবন বাচাঁনোই এই সংগঠনের মূল লক্ষ্য।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ