বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

বার্মার ঘটনায় প্রতিবাদ না করলে অচিরেই আল্লাহর গজব নেমে আসবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহবুব সালমান
সুনামগঞ্জ

sjbবার্মায় মুসলমানদের ওপর যে ধরনের জুলুম নির্যাতন হচ্ছে, তার প্রতিবাদ না করলে দুনিয়ায় অচিরেই আল্লাহর গজব নেমে আসবে মন্তব্য করেছেন সুনামগঞ্জ ছাত্র জমিয়তের নেতারা।

তারা বলনে, খোদায়ী গজব হতে বিশ্বকে বাঁচাতে হলে অবিলম্বে রোহিঙ্গা নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে হবে।

বুধবার বিকালে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে বার্মায় মুসলিমদের ওপর গণহত্যার প্রতিবাদে ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা এ মানববন্ধনের আয়োজন করেছিল।

শাখা সভাপতি মাওলানা সালমান আহমদ আফতাবীর সভাপতিত্বে সেক্রেটারি ইমদাদুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জমিয়ত সভাপতি মাও. শায়খ আব্দুল বছির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়ত সেক্রেটারী মাও. অনোয়ারুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব জমিয়তের সহ-সভাপতি জননেতা মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ ত্বাহা হোসাইন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাও. হাম্মাদ আহমদ গাজীনগরী, সহ-সেক্রেটারী মাও. আলীনুর, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাও. মুশতাক আহমদ গাজীনগরী, জেলা যুব জমিয়ত সভাপতি মাও. আখতারুজ্জামান, জেলা যুব জমিয়ত সহ-সভাপতি মাও. শুয়াইব আহমদ, জেলা যুব জমিয়ত সেক্রেটারি মাও. আব্দুল হাই, কেন্দ্রীয় যুব জমিয়ত সদস্য মাও. রেজওয়ান আহমদ, সদর জমিয়ত সেক্রেটারী মাও. রুকন উদ্দিন, সদর যুব জমিয়ত সভাপতি মাও. আব্দুল বারী, সদর যুব জমিয়ত সেক্রেটারি মাও. আরশদ নোমান, পৌর যুব জমিয়ত যুগ্ম সম্পাদক মাও. ওয়েছ আহমদ, সদর যুব জমিয়ত যুগ্ম সম্পাদক হাফিজ আবু হানিফা নোমান, ছাত্র জমিয়ত সদর উপজেলা সহ-সভাপতি সোহাইল আহমদ ইয়াহইয়া, ছাত্র জমিয়ত সদর উপজেলা সহ-সভাপতি মাও. শহিদুল ইসলাম, সদর ছাত্র জমিয়ত সহ-সেক্রেটারী মুশতাক আহমদ খান প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ