বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

ষাটগম্বুজ মসজিদ পৃথিবীর জন্য আর্শীবাদ : মার্কিন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Musa_Khan's_Mosqueআওয়ার ইসলাম: বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ পুরো পৃথিবীর জন্য আর্শীবাদ। সাংস্কৃতিক বৈচিত্র্যের নিদর্শন রয়েছে এই মসজিদে। ষাটগম্বুজ মসজিদ দেখতে আসতে পেরে আমি খুবই আনন্দিত।” আজ বৃহস্পতিবার সকালে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও যাদুঘর পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
মার্নিক রাষ্ট্রদুত বলেন, “বাংলাদেশে যে সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে ষাটগম্বুজ মসজিদ তার নিদর্শন। স্থাপনাটি বাংলাদেশের অনেক সুন্দর স্থাপনার মধ্যে একটি। সবার এই মসজিদ দেখতে আসা উচিত। এখানে যাদুঘরটিও অনেক সুন্দর।” বার্নিকাট ষাটগম্বুজ মসজিদ ঘুরে দেখেন। তিনি নিজে ঘুরে ঘুরে বিভিন্ন পুরার্কীতির ছবি তোলেন। এর আগে তিনি প্রথমে ষাটগম্বুজ যাদুঘর পরিদর্শন করেন। সেখানে প্রদর্শিত খান জাহান (র.) এর ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন পুরাকীর্তির স্মারক ঘুরে দেখেন। এ সময় তিনি যাদুঘরের পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য লেখেন। পরে মসজিদের পাশে ঘোড়া দীঘি পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন ইউএসএইড মিশনের পরিচালক জেনিনা মেরুজেলস্কি, ইউএসএআইডির ডেপুটি ডিরেক্টর থমাস লাভ, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, প্রত্নতত্ত্ব বিভাগের কাস্টোডিয়ান গোলাম ফেরদৌস, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, ষাটগম্বুজ মসজিদের খতিব হেলাল উদ্দিন প্রমুখ। বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান।

এম কে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ