বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

ছাত্র মজলিস ঢাকার সভাপতি শাহিন, মাসুম সা. সম্পাদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mojlis5আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুর রহীম সাঈদ বলেছেন, মিয়ানমার, ইরাক, সিরিয়া, মিশর, আফগানিস্তান, ফিলিস্তিন, লিবিয়া, কাশ্মিরসহ বিশ্বব্যাপী মুসলমানরা আজ নির্যাতিত। নিজেদের পূর্বপুরুষদের ভিটে-মাটিতে তারা আজ উদ্ভাস্তু। একমাত্র মুসলমান হওয়ার কারণে মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী আজ ইতিহাসের বর্বর নির্যাতনের শিকার। কুখ্যাত অং সং সুচির সন্ত্রাসী বাহিনী ও বর্বর বৌদ্ধরা গণহত্যা, নারী নির্যাতন, বাড়ী-ঘরে অগ্নি সংযোগ ও লোট-পাটের মাধ্যমে একটি সম্প্রদায়কে ধংস করার পায়তারা করে যাচ্ছে। যা কোন বিবেকবান মানুষ সহ্য করতে পারে না। অথচ মানবতার ফেরী করা বিশ্ব বিবেক আজ রহস্যজনক নিরবতা পালন করছে। এর নিন্দা ও ঘৃনা জানানোর ভাষা আমাদের জানা নেই।

তিনি অরো বলেন অবিলম্ভে রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন ও গণহত্যা বন্ধ করে তাদেরকে সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বিশ্ব নেতৃবৃন্দকে মায়ানমার সরকারের উপর চাপ প্রয়োগ করতে হবে।

তিনি বলেন বিশ্ব মুসলিমের এহেন দুর্যোগ মুহুর্তে নির্যাতিত মানুষের পাশে দাড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে পল্টনস্থ মজলিস মিলনায়তনে আয়োজিত সংগঠনের ঢাকা মহানগর উত্তরের বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ শাহিনুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মাসুম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা অজিজুর রহমান হেলাল, মাওলানা হারুনুর রশীদ, সেক্রেটারী জেনারেল মুহাম্মদ রহমত আলী, কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক সাইদুর রহমান সানি, বায়তুলমাল সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ উবায়দুর রহমান প্রমুখ।

সমাবেশে মুহাম্মদ শাহিনুল ইসলাম সভাপতি, মুহাম্মদ মাসুম আহমদ সেক্রেটারী, মুহাম্মদ শামছুল ইসলাম প্রশিক্ষণ সম্পাদক, মুহাম্মদ হাফিজুল হক ফাইয়াজ বায়তুলমাল সম্পাদক, মুহাম্মদ লুৎফুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক করে ঢাকা মহানগর উত্তরের কমিটি গঠন করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ