রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে

ধর্মনিরপেক্ষতা মানে এই নয়, যা ইচ্ছা তাই করবেন: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sinhaআওয়ার ইসলাম : সাংবিধানিকভাবে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ১৯৭১ সালের ধর্মনিরপেক্ষতা ও আইনের শাসন এখানে বহাল থাকবে। তবে ধর্মনিরপেক্ষতা মানে এই নয়, যে ইচ্ছা তাই করবেন। আজ সনাতন ধর্মালম্বীদের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি একথা বলেন।

বৃহস্পতিবার হবিগঞ্জের বাহুবলের জয়পুরে শ্রীশ্রী শচী অঙ্গন ধামের ৩৬তম বার্ষিক উৎসবে এক সংবর্ধনা সভায় তিনি বলেন, 'বাদ্যযন্ত্র ব্যবহারে যেন অন্য ধর্মের কোনো সমস্যা না হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে।'

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, 'বিচার বিভাগ স্বাধীন ছিল, স্বাধীন থাকবে।'

এ সময় হবিগঞ্জ জেলার বিচারক ও ম্যাজিস্ট্রেটদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, 'আমি যাদের হবিগঞ্জে নিয়োগ দিয়েছি তারা অভিজ্ঞ। অপরাধীদের জামিন দেওয়ার প্রবণতা কমায় হবিগঞ্জে অপরাধপ্রবণতা অনেক কমে গেছে।'

প্রধান বিচারপতি শচী অঙ্গন ধামে পূজা-অর্চনা শেষ করে একটি বকুল ফুলের চারাগাছ রোপণ করেন। পরে তিনি কলকাতার অধ্যাপক সমরেশ দাস রচিত শ্রীচৈতন্য পরিক্রমা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

শচী অঙ্গন ধামের সভাপতি নিখিল চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন এমপি মুনিম চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম, জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপজেলা চেয়ারম্যান আবদুল হাই, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির চৌধুরী।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ