রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

ধর্মনিরপেক্ষতা মানে এই নয়, যা ইচ্ছা তাই করবেন: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sinhaআওয়ার ইসলাম : সাংবিধানিকভাবে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ১৯৭১ সালের ধর্মনিরপেক্ষতা ও আইনের শাসন এখানে বহাল থাকবে। তবে ধর্মনিরপেক্ষতা মানে এই নয়, যে ইচ্ছা তাই করবেন। আজ সনাতন ধর্মালম্বীদের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি একথা বলেন।

বৃহস্পতিবার হবিগঞ্জের বাহুবলের জয়পুরে শ্রীশ্রী শচী অঙ্গন ধামের ৩৬তম বার্ষিক উৎসবে এক সংবর্ধনা সভায় তিনি বলেন, 'বাদ্যযন্ত্র ব্যবহারে যেন অন্য ধর্মের কোনো সমস্যা না হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে।'

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, 'বিচার বিভাগ স্বাধীন ছিল, স্বাধীন থাকবে।'

এ সময় হবিগঞ্জ জেলার বিচারক ও ম্যাজিস্ট্রেটদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, 'আমি যাদের হবিগঞ্জে নিয়োগ দিয়েছি তারা অভিজ্ঞ। অপরাধীদের জামিন দেওয়ার প্রবণতা কমায় হবিগঞ্জে অপরাধপ্রবণতা অনেক কমে গেছে।'

প্রধান বিচারপতি শচী অঙ্গন ধামে পূজা-অর্চনা শেষ করে একটি বকুল ফুলের চারাগাছ রোপণ করেন। পরে তিনি কলকাতার অধ্যাপক সমরেশ দাস রচিত শ্রীচৈতন্য পরিক্রমা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

শচী অঙ্গন ধামের সভাপতি নিখিল চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন এমপি মুনিম চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম, জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপজেলা চেয়ারম্যান আবদুল হাই, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির চৌধুরী।

-এআরকে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ