সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

প্রেমের ফাঁদে অপহরণ, র‌্যাবের অভিযানে গুলিবিদ্ধ ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rabঢাকার আশুলিয়ায় 'অপহরণের' ঘটনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে জামগড়া মধ্যপাড়া প্রাইমারি স্কুলের পাশে একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় আমানউল্লাহ নুর আমান (২৬) নামের এক যুবককে উদ্ধার করা হয়।

অভিযানে একটি পিস্তল, তিনটি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ চারজনসহ ছয়জনকে আটক করেছে র‍্যাব। আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের সবার হাত-পায়ে গুলি লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

উদ্ধার হওয়া আমানের বাড়ি ঠাকুরগাঁওয়ের রানিশংকৈল উপজেলায়। অপহরণের বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

র‍্যাব-১০-এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতব্বর জানান, এক নারীর প্রেমের ফাঁদে পড়ে আমান সাভার থেকে আশুলিয়ার জামগড়ায় যান। সেখান তাঁকে অপহরণকারীদের কাছে তুলে দেন ওই নারী।

জাহাঙ্গীর হোসেন জানান, আমানকে আটকে রেখে স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

র‍্যাবের অধিনায়ক জানান, আমানের স্বজনরা বিষয়টা র‍্যাবকে জানালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে শুরু হয় অভিযান। টের পেয়ে অপহরণকারীরা র‍্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি করে। এ সময় চারজন গুলিবিদ্ধ হয়।

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ