বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে

বাসে তল্লাশির সময় পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bus_sarak_dharmaghatকুমিল্লার চান্দিনায় বাসে তল্লাশির সময় পুলিশের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এতে পুলিশের গুলিতে দুই হামলাকারী আহত হয়েছেন।

তারা হলেন- জসিম ও হাসান। তাদের বয়স ২২ থেকে ২৫ বছর।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে চান্দিনার কুটুম্বপুর এলাকায় এই ঘটনা ঘটে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস কুটুম্বপুর এলাকায় এলে হাইওয়ে পুলিশের একটি টিম বাসটি থামিয়ে তল্লাশি চালায়।

এসময় জসিম ও হাসান বাসটি থেকে দ্রুত নামার চেষ্টা করে। পুলিশ তাদেরকে নেমে যাওয়া নিয়ে বাধা ও প্রশ্ন করলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দ্রুত দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদেরকে গুলি করে।

পরে আহতাবস্থায় উদ্ধার করে তাদেরকে চান্দিনা হাসাপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে।

পুলিশের ধারণা, হামলাকারীরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন নিউ জেএমবির সদস্য।

জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ