বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

মাওলানা খলিলুর রহমানের মৃত্যুতে ইসলামি ঐক্যজোটের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Shokআওয়ার ইসলাম : ইসলামী ঐক্যজোট ফরিদপুর জেলা সাধারণ সম্পাদক, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি, ফরিদপুরের নন্দিত, আলেমেদীন মাওলানা খলিলুর রহমানের ইন্তেকালে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আজ এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেছেন, মাওলানা খলিলুর রহমান রহ. ছিলেন সৎ সাহসী বিজ্ঞ আলেম, মুহাদ্দেস ও রাজনীতিবিদ এবং ফরিদপুর হারুকান্দি মাহিমুদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম। তিনি বৃহত্তর ফরিদপুর অঞ্চলে ইসলাম বিরোধী এনজিও ও ইসলাম বিনাশী অপতৎপরতার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রেখেছেন।

মুফতি আমিনী রহ.-এর ডাকা সকল আন্দোলনে তিনি ছিলেন সামনের সারিতে। হেফাজতের দুনিয়া কাপানো আন্দোলনে জেলা সেক্রেটারি হিসেবে তার ভূমিকা ছিল অসাধারণ। তাঁর ইন্তেকালে ফরিদপুরের আলেম সমাজে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। ঐক্যজোটের শীর্ষ নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, মাওলানা খলিলুর রহমানের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, তাঁর ছাত্র এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা এই প্রতিবাদী মরহুম আলেম বান্দাহকে রহমতের শীতল ছায়ায় আশ্রয় দিয়ে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন। আমীন।

 -এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ