রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যু; একই দিনে ঢাকা ও সিলেট থেকে দুজনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা রাজধানীর মধুবাগে তালাবদ্ধ একটি ঘর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এবং শনিবার সকালে ওই নারীর স্বামী সুজন মিয়ার  ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় সিলেটের দক্ষিণ সুরমা থেকে। একই দিনে দুই জায়গা থেকে স্বমী স্ত্রীর লাশ উদ্ধার করার ঘটনা রহস্যের জন্ম দিয়েছে।

জানা যায়, ‘তাসলিমা খাতুনের স্বামীর নাম সুজন মিয়া। ৮-১০ দিন আগে তারা মধুবাগে বাসা ভাড়া নেন। গতকাল বাইরে থেকে ঘরে তালা লাগিয়ে বের হয়ে যান সুজন মিয়া।  শনিবার বিকালে পুলিশ খবর পেয়ে মধুবাগের ৩৫৭/১২, এ/ডি নম্বর বাসায় দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাসলিমার লাশ উদ্ধার করে।’

রামপুরা থানার এসআই মোজাফফর জানান, খোঁজ নিয়ে জানা গেছে তাসলিমার স্বামী সুজন মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সিলেটের দক্ষিণ সুরমা থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য তাসলিমার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

রমনা থানার এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা জানতে পেরেছি, তারা দু’জনই একটি গার্মেন্ট কারখানায় কাজ করতেন। তাসলিমার বাড়ি রংপুরের পীরগঞ্জ ও সুজনের বাড়ি গাইবান্ধার মহেশপুরে।’

শনিবার সকাল ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানার বড়ইকান্দি এলাকার গেদা মিয়া কলোনি থেকে সুজন মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুজন আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য তার লাশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ