রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

কাতিয়া মাদরাসার খতমে বুখারি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবিদুর রহমান কাতিয়া মাদরাসা থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া দারুল উলুম অলইতলী ও কাতিয়া মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ৪ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

জামেয়ার মুহতামিম সাহেবজাদায়ে শায়খে কাতিয়া রহ. এর বড় ছেলে শায়খ এমদাদুল্লাহ সভাপতিত্বে ও জামিয়ার উস্তাদ মাওলানা ইমরান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুমিন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুশ শহীদ।

মাদরাসা মাঠে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়ার শায়খুল হাদীস মুনিরুদ্দীন, মুফতি আকমল, মাওলানা ইসহাক আমিনী, হাফিজ মাওলানা জিয়াউর রহমান, মুফতি এমদাদ প্রমুখ।

দুপুর ১২টা শুরু হওয়া দোয়া মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে আল্লামা আব্দুল মুমীন বলেন, কুরআন রেখে শুধু হাদিস দিয়ে যেমন চলা যায় না তেমনি হাদিসকেও অস্বীকার করার কোনো সুযোগ নেই। কুরআন-হাদিসের আদলে জীবন গঠন করতে হবে। সবধরনের বিদআত পরিহার করতে হবে। তবেই খাঁটি মুসলমান হওয়া সহজ হবে।

জামেয়ার শায়খুল হাদীস মুনিরুদ্দীন জামেয়ার তাকমিল ফিল হাদিস সমাপনী ছাত্রদের বুখারি শরিফের শেষ দারস প্রদান করে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।

পূর্বের দাওরা পাশ ছাত্রদের পক্ষ থেকে ছোট্ট একটি দাবি

ফতোয়া বিভাগের জন্য নীতিমালা জরুরি: ফিকহবিদদের অভিমত

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ