রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায়

রাশিয়ায় তাতারি মুসলিমদের জন্য নতুন মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাশিয়ার কোস্টারুমা শহরে ৫ম মে তুরস্কের ধর্মীয় সংগঠনের প্রধানের উপস্থিতিতে জামে মসজিদের উদ্বোধন হয়েছে।

মস্কোর ৩২০ কিলোমিটার উত্তরে অবস্থিত কোস্টারুমা শহরে অবস্থিত এই মসজিদটি মস্কো জামে মসজিদের পর দ্বিতীয় মসজিদ যা তুরস্কের ধর্মীয় সংগঠন তাতারি মুসলিমদের জন্য নির্মাণ করেছে।

কোস্টারুমা শহরের জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে জুমার নামাজের খুতবায় তুরস্কের ধর্মীয় সংগঠনের প্রধান 'মোহেমাত ঘুরমায', রাশিয়ার গ্র্যান্ড মুফতি 'টালগাট টাজডীন' এবং মুসলিম আধ্যাত্মিক নির্দেশনা সংস্থা প্রধান বক্তৃতা প্রদান করেছেন।

তুরস্কের ধর্মীয় সংগঠনের প্রধান 'মোহেমাত ঘুরমায' বলেছেন, প্রথম বিশ্বযুদ্ধের সময় কোস্টারুমা শহরে ৪০০ তুর্কি সৈন্য জীবন যাপন করতেন এবং তারা এই স্থানে নামায আদায় করতেন।

উল্লেখ্য, রাশিয়ার কোস্টারুমা শহরর অধিবাসী বাদিউজ জামান নামে প্রসিদ্ধ 'সায়িদ নুরসী' ১২৯৩ হিজরি (সুলতান আবদুল হামিদের খেলাফতের তিন বছর পূর্বে) তুরস্কের বাডলিস প্রদেশের ইসপারটার একটি গ্রামে জন্মগ্রহণ করেন। প্রথম বিশ্বযুদ্ধের শুরুতে তিনি এক হাতে কুরআন ও অপর হাতে অস্ত্র তুলে নেন।

তিনি রাতে শত্রুদের প্রতিরোধ করতেন এবং দিনে শিক্ষকতা ও কুরআন তিলাওয়াত করতেন। যুদ্ধের এক পর্যায়ে তিনি আহত হয়ে শত্রুদের হাতে বন্দি হন এবং দীর্ঘ ২৮ মাস ৪ দিন শত্রুদের হাতে বন্দি থাকেন।

রাশিয়ার পতনের পর এই মসজিদটি ধ্বংস করা হয় এবং সেখানে থিয়েটার নির্মাণ করা হয়। ১৯৯৮ সালে তুরস্কের কর্মকর্তাদের সাথে রাশিয়ার মুসলমানদের গ্র্যান্ড মুফতি এক সাক্ষাৎকারে মসজিদটি ফিরিয়ে নিয়ে আসার জন্য আহ্বান জানান।

তাতারদের রাশিয়া সর্ববৃহৎ মুসলিম জাতি এবং এই জাতি সেদেশর অন্যান্য মুসলমানদের প্রতিনিধিত্ব করে থাকেন।

সূত্র: ইকনা

আলেম হতে চান আলতু মিয়া, ভর্তি হয়েছেন মাদরাসায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ