রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

এবার কাশিয়ানীতে ৪র্থ শ্রেণির স্কুলছাত্রী অন্তসত্ত্বা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার মাত্র ৪র্থ শ্রেণির ছাত্রী গর্ভবতি হওয়ার খবর পাওয়া গেল। যা নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে চলছে তোলপাড়।

চতুর্থ শ্রেণির ওই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়ে প্রায় ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। চাচাতো ভাই সাঈদ শেখের (২২) বিরুদ্ধে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনা জানাজানির পর এলাকার প্রভাবশালীদের ভয়ে দু’পরিবারের লোকজন ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে বলেও জানা গেছে। বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় একটি মহল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের সাতাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রীকে (১২) প্রতিবেশী মৃত নুর ইসলাম শেখের ছেলে সাঈদ শেখ (২২) কয়েক মাস আগে ধর্ষণ করে।

ওই স্কুলছাত্রী লজ্জায় বিষয়টি পরিবারের কাউকে বলেনি। পরে ওই শিশুর দৈহিক গঠনের পরিবর্তন দেখে পরিবারের লোকেরা স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায়।  চিকিৎসক জানায় শিশুটি অন্তঃসত্ত্বা।

ওই শিশুর বড় বোন চন্দা (ছদ্মনাম) অভিযোগ করে বলেন, ‘আমার বোনের সর্বনাশ করেছে সাঈদ। আমি তার উপযুক্ত বিচার চাই।’

এ ব্যাপারে অভিযুক্ত সাঈদ শেখ ও তার পরিবারের লোকদের সঙ্গে কথা বলতে বাড়িতে গিয়েও পাওয়া যায়নি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনুর হোসেন বলেন, আমি এ ধরনের কোনো অভিযোগ পাইনি, পেলে ব্যবস্থা নেয়া হবে।

৫০ হাজার যাত্রীর সঙ্গে সেলফি তুলে গিনেস বুকে ট্যাক্সিচালক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ