বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

তিউনিসিয়ার প্রেসিডেন্টের বিকৃত কুরআন তেলাওয়াত; অনুষ্ঠান পণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি এক বক্তৃতায় তিউনিসিয়ার প্রেসিডেন্ট বাজি সায়িদ সেবসী পবিত্র কুরআন তিলাওয়াত করার সময় শব্দ বিকৃত করেছেন। যা নিয়ে দেশটিতে সমালোচনা চলছে। বিকৃত ওই তেলাওয়াত করার জন্য তার তাৎক্ষণিক অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। খবর ইকনার

বাজি সায়িদ সেবসী তার বক্তৃতায় সূরা ইসরাইলের ৮০ নম্বর আয়াত:

وَقُل رَّبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي مِن لَّدُنكَ سُلْطَانًا نَّصِيرًا

এবং বল, ‘হে আমার প্রতিপালক! আমাকে (প্রত্যেক বিষয়ে) সত্য ও কল্যাণের সাথে প্রবেশ করাও এবং (সেখান থেকে) সত্য ও কল্যাণের সাথে বহির্গত কর, আর আমার জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী ক্ষমতা (আধিপত্য ও প্রমাণ) দান কর।

এই আয়াত তিলাওয়াত করার পর তিনি ৮১ নম্বর আয়াত তিলাওয়াত করেন। ৮১ নম্বর আয়াত তিলাওয়াতের সময়

« وَ قُلْ جَاءَ الْحَقُّ وَ زَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كاَنَ زَهُوقًا »

এবং বল, ‘সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে; নিশ্চয় মিথ্যা বিনাশশীল।

এর স্থানে তিনি

« وَ قُلْ جَاءَ الْحَقُّ وَ زَهَقَ الْبَاطِلُ إِنَّ الحق كاَنَ زَهُوقًا »

এবং বল, ‘সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে; নিশ্চয় সত্য বিনাশশীল।’  পাঠ করেন।

উল্লেখ্য, তিউনিসিয়ায় সাম্প্রতিক সংকটের ফলে সেদেশের জনগণ মানসিকভাবে ভেঙ্গে পরেছে। জনগণের ধারণা ছিল প্রেসিডেন্টের বক্তৃতার পর তারা মানসিক স্বস্তি ফিরে পাবে। তবে দুর্ভাগ্যবশত, প্রেসিডেন্টের বক্তৃতার ফলে তাদের হুমকির সম্মুখীন হতে হয়েছে। আর এরফলে বিরোধীদলে পূর্বের থেকেও অধিক প্রতিবাদ শুরু করেছে।

আমেরিকাবাসী! বাবার বদলা নিতে আমি আসছি: লাদেনপুত্রের চিঠি

২ জন মুফতি শিক্ষক আবশ্যক

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ