বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
পাক সেনাবাহিনীকে দায়িত্বশীল ও পরিমিত ভাষা ব্যবহারের আহ্বান জানাল আফগানিস্তান ইত্তিহাদুল উলামা বাড্ডার উদ্যোগে ঐতিহাসিক সীরাত মাহফিল ৯ জানুয়ারি আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ তুর্কি কোম্পানিগুলোর  শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি শীতে কেন উপকারী খেজুর গুড় জকসু নির্বাচনে চার কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির জেলা দায়িত্বশীলদের প্রতি জমিয়তের একগুচ্ছ নির্দেশনা ‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর

বজ্রপাতে দুই জেলায় মা-ছেলেসহ নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বজ্রপাতে নওগাঁ ও খাগড়াছড়িতে মা-ছেলেসহ আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

নওগাঁয় বজ্রপাতে পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার বিকালে জেলা সদর, মহাদেবপুর ও আত্রাই উপজেলায় এঘটনা ঘটেছে।

বজ্রপাতের ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার ফতেপুর গ্রামের কৃষক আফজাল হোসেন (৪০) বাড়ির পাশে মাঠে ১০/১২ জন শ্রমিকের সঙ্গে ক্ষেতে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

বজ্রপাতে নিহত আফজালের মুখবধির স্ত্রী ও মেয়েও আহত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যান।

এদিকে বজ্রপাতে সদর উপজেলার শরিসপুর গ্রামে হাসেম উদ্দিনের ছেলে কলেজছাত্র রফিকুল ইসলাম (১৬) মারা গেছেন।

এছাড়াও মহাদেবপুর উপজেলার বিরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আরাফাত হোসেন (৮) বিদ্যালয়েই বজ্রপাতে মারা যান। আরাফাত বিরম গ্রামের কবির উদ্দিনের ছেলে।

অন্যদিকে উপজেলায় দর্শণগ্রামে একটি মাঠে ধান কাটার সময় বজ্রপাতে ধানকাটা শ্রমিক রতন হোসেন (২২) এবং মিলন হোসেন (২০) নামে দুজন মারা গেছেন। নিহত রতন ও মিলন রাজশাহী জেলার বাগমারা উপজেলার স্থীর গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপার মোজাম্মেল হক দুই শিক্ষার্থী ও তিন শ্রমিক বজ্রপাতে নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

এদিকে খাগড়াছড়িতে পৃথক স্থানে বজ্রপাতে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে জেলা সদরের বটতলী ও ভাইবোনছড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলা সদরের বটতলা এলাকার বাসিন্দা সানু মারমা (২২) এবং ভাইবোনছড়া এলাকার বাসিন্দা নেওম্রাসং মারমা (৪৫) ও তার ছেলে থোয়াইপ্রু মারমা(২০)।

ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা জানান, মারমা সংসদ এলাকায় বাড়িতে দুপুরের খাবার খাওয়ার সময় মা ও ছেলে বজ্রপাতে প্রাণ হারান।

খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মুহাম্মদ আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

আমেরিকাবাসী! বাবার বদলা নিতে আমি আসছি: লাদেনপুত্রের চিঠি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ