বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
পাক সেনাবাহিনীকে দায়িত্বশীল ও পরিমিত ভাষা ব্যবহারের আহ্বান জানাল আফগানিস্তান ইত্তিহাদুল উলামা বাড্ডার উদ্যোগে ঐতিহাসিক সীরাত মাহফিল ৯ জানুয়ারি আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ তুর্কি কোম্পানিগুলোর  শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি শীতে কেন উপকারী খেজুর গুড় জকসু নির্বাচনে চার কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির জেলা দায়িত্বশীলদের প্রতি জমিয়তের একগুচ্ছ নির্দেশনা ‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর

মা-বাবা কাজে, পানিতে ডুবল ৪ শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মা বাবা চোখের আড়ালে থাকায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুটি স্থানে পানিতে ডুবে  ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল রোববার উপজেলার চর গোপালপুর ও আমতলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, কোটালীপাড়া উপজেলার চর গোপালপুর গ্রামে বাড়ির উঠানে বসে থালা-বাসন ধুচ্ছিলেন এক নারী। এ সময় তাঁর অলক্ষে  দুই যমজ ছেলে মোহাম্মাদুল্লাহ (২) ও আব্দুল্লাহ (২) খেলতে খেলতে বাড়ির পাশে খালে পড়ে যায়। পরে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন খাল থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, আমতলী গ্রামের লিটন মিয়া ও আওলাদ মিয়ার স্ত্রীরা তাদের ছেলেদের সঙ্গে নিয়ে ঈদগাহে ধান শুকাতে যায়। এ সময় শিশু দুটিকে রেখে ধান শুকাতে ব্যস্ত হয়ে পড়ে তারা। একপর্যায়ে লিটন মিয়ার ছেলে মোস্তাকিম (৫) ও আওলাদ মিয়ার ছেলে তৌকির (৫) খেলতে খেলতে সবার অগোচরে ঈদগাহের পাশেই আমতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন পুকুর থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে। এর পর কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  প্রেমানন্দ মণ্ডল ও কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভারতের কমিউনিটি সেন্টারের দেয়াল ধসে ২৬ জনের মৃত্যু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ